বিজেপি নেত্রীর মিথ্যা অভিযোগ, জবাব দিলেন সাধারণ মানুষ

অশালীন মন্তব্য করে রাজ্যের মন্ত্রীকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছিল বিজেপি নেতার স্ত্রী অর্থাৎ মহিলা মোর্চার কর্মী।

Must read

সংবাদদাতা, কোচবিহার : অশালীন মন্তব্য করে রাজ্যের মন্ত্রীকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছিল বিজেপি নেতার স্ত্রী অর্থাৎ মহিলা মোর্চার কর্মী। কিন্তু মিথ্যা অভিযোগের জবাব পেলেন ওই মহিলা। সাধারণ মানুষ তাঁকে ঘিরে তীব্র প্রতিবাদ জানালেন। যোগ দিলেন মহিলারাও। দিনহাটার বুড়িরহাটের বিজেপি মহিলা কর্মী একটি ভিডিও পোস্ট-এ দাবি করেছেন, তাকে নাকি পিঠে বানানোর জন্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ও তৃণমূল কংগ্রেসের নেতারা পার্টি অফিসে গভীর রাতে ডেকেছিলেন।

আরও পড়ুন-সিপিএম ছাড়লেন বাম নেতা পতাকা তুলে দিলেন কুণাল

বিজেপি মহিলা কর্মীর দাবি- করা এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপির মহিলা মোর্চার কোচবিহার জেলা সভানেত্রী। আর এরপরেই ক্ষোভের মুখে পড়তে হয়েছে বিজেপিকে৷ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, বিজেপির চরিত্র বুঝে গিয়েছেন সাধারণ মানুষ। তাদের মিথ্যা অভিযোগ যে আর টিকবে না তা মানুষ বুঝিয়ে দিয়েছেন। তবে সাহেবগঞ্জ থানা সূত্রে জানা গেছে, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই বাড়ি ছাড়া এই মহিলা। তৃণমূল মহিলা সংগঠন যখন বিক্ষোভ দেখায় তখন পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। তৃণমূল কংগ্রেসের দাবি সবটাই সাজানো নাটক। তা প্রকাশ্যে চলে আসতেই মুখ লুকোতে বাড়ি ছেড়ে সপরিবারে পালিয়েছে সেই মহিলা বিজেপি কর্মী।

Latest article