বগটুই-কাণ্ডে গ্রেফতার ৪

জানা গিয়েছে, বগটুই গণহত্যা কাণ্ডে লালন শেখের সঙ্গী সাবু, বাপ্পা। ওরা নিহত ভাদু শেখের শাগরেদ ছিল। ওদের নাম এফআইআরে আছে।

Must read

সংবাদদাতা, রামপুরহাট : বগটুই-কাণ্ডের মামলা সিবিআই হাতে নেওয়ার পর এই প্রথম তারা গ্রেফতার করল মূল অভিযুক্ত লালন শেখের সঙ্গী বাপ্পা শেখ, সাবু শেখ-সহ আরও দুই অভিযুক্তকে। মোবাইল ফোনের সূত্র ধরে মুম্বই থেকে বাপ্পা ও সাবুকে গ্রেফতার করা হয়। ট্রানজিট রিমান্ডে তাদের শুক্রবারের মধ্যে রামপুরহাটে আনার চেষ্টা হচ্ছে।

আরও পড়ুন-মিথ্যে অভিযোগ তুলে বিরোধীরা বিভ্রান্ত করতে চাইছে, বাংলাদেশি ওষুধ সম্পূর্ণ বৈধ

জানা গিয়েছে, বগটুই গণহত্যা কাণ্ডে লালন শেখের সঙ্গী সাবু, বাপ্পা। ওরা নিহত ভাদু শেখের শাগরেদ ছিল। ওদের নাম এফআইআরে আছে। এদের বাড়ি বগটুইয়ের পূর্বপাড়ায়। সাবু বেশি দূর পড়াশোনা করেনি। বগটুই মোড়ে ভাদুর বাঁশবিক্রির ব্যবসা ছিল। সাবু তা দেখাশোনা করত। বাপ্পাও বেশি দূর পড়াশোনা করেনি। সেরকম কিছু করত না। পাড়ায় মস্তানি করত বলে এলাকা সূত্রে খবর।

Latest article