উপাচার্যর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আর্জি মুখ্যমন্ত্রীকে

উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠালেন বিশ্বভারতীর চার ফ্যাকাল্টি মেম্বার।

Must read

সংবাদদাতা, শান্তিনিকেতন : নজিরবিহীনভাবে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠালেন বিশ্বভারতীর চার ফ্যাকাল্টি মেম্বার। ক’দিন আগেই আলিয়া বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রীর কড়া পদক্ষেপ নেওয়ার প্রেক্ষিতে, বিশ্বভারতী কর্তৃপক্ষ এক প্রেস রিলিজের মাধ্যমে তার প্রশংসা করে বিশ্বভারতীতে গুন্ডামি হচ্ছে বলে উল্লেখ করে, কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলে।

আরও পড়ুন-বগটুই-কাণ্ডে গ্রেফতার ৪

মুখ্যমন্ত্রী সেদিনই সংবাদমাধ্যমের সামনে প্রশ্ন তোলেন, বিশ্বভারতীর উপাচার্যকে গ্রেফতার নয় কেন? তার ঠিক পরে পরেই, বিশ্বভারতীর চার ফ্যাকাল্টি মেম্বারের তরফে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে উপাচার্যের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হল। যাকে সমর্থন করেছেন পড়ুয়ারাও। ই-মেলে পাঠানো সেই চিঠিতে লেখা হয়েছে, ২০২১ সালের ২ মার্চ অনলাইন বৈঠকে উপাচার্য হুমকি-সহ বিষোদ্গার করেন অন্যান্য কর্মী-সহ ফ্যাকাল্টির সদস্যদের বিরুদ্ধে। একইভাবে ওই বছরের ৩ মার্চ পদার্থবিদ্যার বিভাগে গিয়ে ফ্যাকাল্টি মেম্বারদের হুমকি দেন।

সেই বছরের ১৫ মার্চ উপাচার্য অনলাইন মিটিংয়ে ফ্যাকাল্টি মেম্বার-সহ অন্য কর্মীদের কুকুরের সঙ্গে তুলনা করেন এবং পারিবারিক পরিবেশে তাঁদের বেড়ে ওঠা নিয়েও কটূক্তিও করেন। তারপরই বিভিন্ন সময়ে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের হয়। পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক অরণি চক্রবর্তী, মানস মাইতি, পীযূষকান্তি ঘোষেরা থানায় অভিযোগ দায়ের করেন।

Latest article