২৫ বছরে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প তাইওয়ানে! মৃত ৪, আহত ৬০

Must read

তাইওয়ানে ভয়াবহ ভূমিকম্প। বুধবার সকাল সকাল ৭ টা ৫৮ মিনিটে তাইওয়ানের রাজধানী তাইপেই কেঁপে ওঠে ভূমিকম্পে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭.৪। বিশেষজ্ঞরা জানিয়েছেন, তাইওয়ানে (Taiwan Earthquake) ২৫ বছরে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটাই। ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ জনের। আহত ৬০। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ২৬ টি বাড়ি ভেঙে গিয়েছে।

ভূমিকম্পের পরই প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ তাইওয়ানে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। সুনামির সতর্কতা রয়েছে দক্ষিণ জাপানের ওকিনাওয়া দ্বীপ এবং ফিলিপিন্সেও। এদিন ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে।

আরও পড়ুন- অসত্য বিজ্ঞাপন ক্ষমা চেয়েও শীর্ষ আদালতে ভর্ৎসিত রামদেব

কম্পনের অনুভূত হতেই স্থানীয়রা আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন। ভূমিকম্পের জেরে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি। স্থানীয় একাধিক বহুতল এক দিকে হেলে পড়েছে। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভেঙে পড়া বাড়িগুলিতে একাধিকের আটকে থাকার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে উপকূলের বাসিন্দাদের এলাকা ছাড়তে বলা হয়েছে। বিশেষ করে জাপানের ওকিনাওয়া উপকূল থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, তাইওয়ানে ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটাই। এর আগে ১৯৯৯ সালের সেপ্টেম্বরে মাসে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে তাইওয়ান। যেখানে ২ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনার জেরে বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রো ও ট্রেন পরিষেবা। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে।

Latest article