৪০০০ আসনের স্টেডিয়াম সাকোয়াঝোরা

পঞ্চায়েত এলাকাতেও তৃণমূল কংগ্রেসের উন্নয়নের জোয়ার। ৪১ লক্ষ টাকা ব্যয়ে চার হাজার আসনের আসনের আধুনিক স্টেডিয়াম।

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : পঞ্চায়েত এলাকাতেও তৃণমূল কংগ্রেসের উন্নয়নের জোয়ার। ৪১ লক্ষ টাকা ব্যয়ে চার হাজার আসনের আসনের আধুনিক স্টেডিয়াম। সৌজন্যে তৃণমূল কংগ্রেস পরিচালিত সাকোয়াঝোরা ১ নং গ্রাম পঞ্চায়েত। দু’বছর আগে স্টেডিয়ামটি তৈরির কাজ শুরু হয়ে চলতি মাসে কাজ সম্পন্ন হয়। তবে শুধু স্টেডিয়াম নয়, স্টেডিয়ামের গায়ে বেশ কিছু স্টলও তৈরি করা হয়েছে, সেখান থেকেও যাতে আয় হয় পঞ্চায়েতের।

আরও পড়ুন-পর্যটনে বন-লাগোয়া জমি এবার লিজে

ক্রীড়াপ্রেমীরা যাতে বসে থেকে খেলা দেখতে পারেন তার জন্যই এই উদ্যোগ বলে জানিয়েছেন সাকোয়াঝোরা ১ নং গ্রাম পঞ্চায়েত প্রধান বিনোদ ওরাওঁ। এছাড়া ওই এলাকায় ছেলেমেয়েদের খেলার প্রতি আগ্রহ বৃদ্ধি করতেও এই স্টেডিয়াম তৈরির ভাবনা। আগামীতেও তাঁরা এলাকার বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নে আরও পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান। অত্যাধুনিক স্টেডিয়াম তৈরির খবর পেয়ে খুশি এলাকার বাসিন্দারাও। এই স্টেডিয়াম তৈরি হলে বিভিন্ন খেলার প্রশিক্ষণও এই স্টেডিয়ামে দেওয়া হবে বলে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান।

Latest article