বালোচিস্তানের লাসবেলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪১

তারা জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার ব্রিগেড, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

Must read

বালোচিস্তানের লাসবেলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে গিয়ে কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন। লাসবেলার সহকারী কমিশনার হামজা আনজুম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিন তিনি বলেন, যাত্রীবাহী বাসটিতে প্রায় ৪৮ জন যাত্রী ছিলেন। কোয়েটা থেকে করাচি যাচ্ছিল বাসটি। এই মর্মে এক পুলিশ আধিকারিক বলেন, ‘লাসবেলার কাছে দ্রুতগতিতে ইউ-টার্ন নিচ্ছিল বাসটি। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা খায়। এরপরই গাড়িটি গিরিখাতের মধ্যে পড়ে যায় এবং তাতে আগুন ধরে যায়।’

আরও পড়ুন-কাল থেকে চার দিনের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

সকালে দুর্ঘটনার পর তিন জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। জীবিতদের মধ্যে রয়েছে একজন মহিলা এবং একজন শিশু। প্রশাসনের তরফে জানানো হয়েছে, বাস থেকে উদ্ধার হওয়া অনেক দেহ শনাক্ত করা যাচ্ছে না। ঠান্ডা আবহাওয়ার কারণে উদ্ধারকাজ অনেকটাই আটকে যাচ্ছে।

আরও পড়ুন-চলো মন বনভোজনে

পুলিশ জানিয়েছে, দ্রুত গতিতে চলমান বাসটি চালকের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় খাদে পড়ে দুর্ঘটনাটি ঘটেছে। তারা জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার ব্রিগেড, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

Latest article