মালা দিতেই বুকে গুলি, মৃত্যু ওড়িশার মন্ত্রীর

Must read

প্রতিবেদন : অকল্পনীয়। যে পুলিশের কাজ মানুষের নিরাপত্তা দেওয়া, সেই পুলিশের গুলিতেই প্রাণ হারালেন ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাস (Naba Kisore Das)। রবিবার সকালে ঝাড়সুগুদা জেলার ব্রজরাজনগরে গান্ধীচকের কাছে এক সরকারি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলন মন্ত্রী (Naba Kisore Das)। সেখানে গাড়ি থেকে নামার পর তাঁকে মালা পরানো হয়। এই সময়েই পরপর দুটি গুলি করেন তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা এএসআই গোপাল দাস। গুলি লাগে মন্ত্রীর বুকে। গুরুতর যখম মন্ত্রীকে প্রথমে এক স্থানীয় হাসপাতালে পরে এয়ার অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বরের বেসরকারি হাসপাতালে। চিকিৎসকেরা মন্ত্রীকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীর এভাবে মৃত্যুতে সকলেই হতচকিত। কিন্তু কোন কারণে ওই পুলিশকর্মী মন্ত্রীকে গুলি চালালেন, সে নিয়ে রহস্য তৈরি হয়েছে। ধৃত গোপালের স্ত্রী বলেছেন, বেশ কিছুদিন থেকে ছুটি না পাওয়ায় অবসাদে ভুগছিলেন। মন্ত্রীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-দিদির দূত হয়ে অভিষেকও যাবেন মানুষের কাছে

Latest article