দিদির দূত হয়ে অভিষেকও যাবেন মানুষের কাছে

দিদির দূত হিসেবে নিজে মানুষের দুয়ারে যাবেন, মানুষের কথা মন দিয়ে শুনবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়

Must read

প্রতিবেদন : দিদির দূত হিসেবে নিজে মানুষের দুয়ারে যাবেন, মানুষের কথা মন দিয়ে শুনবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার ডায়মন্ড হারবারের নোদাখালিতে তিনি সাংবাদিকদের বলেন, দিদির দূত হয়ে মানুষের কাছে যাব। আমি নিজে দিদির সুরক্ষা কবচ করব। তাঁর কথায়, মানুষের ক্ষোভ আমাদের কাছে আশীর্বাদ। যাঁর কাছে আশা করে, মানুষ তাঁর কাছেই ক্ষোভপ্রকাশ করে। বিজেপির লোকেদের কাছে তো করবে না। কী কী সমস্যা আছে, সেগুলো মানুষ জানাবেন না? নিশ্চয়ই জানাবেন। মানুষ তৃণমূলকে বিশ্বাস করে, তাই জানাচ্ছেন। আমরা মানুষের জন্য কাজ করে যাব। এটা কোনও ক্ষোভ নয়। আশীর্বাদ, ভালবাসা।

আরও পড়ুন-১৪০০ কোটির স্বপ্নের প্রকল্প

এই প্রসঙ্গেই অভিষেক উল্লেখ করেন স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কিছু কিছু ক্ষেত্রে অভিযোগের কথা। বেশ কিছু বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ডের বিনিময়ে চিকিৎসা পরিষেবা দিতে অস্বীকার করছে, এমন অভিযোগ শুনতে হচ্ছে দিদির দূতদের। এইসব হাসপাতালের বিরুদ্ধে যে আইনগত পদক্ষেপ নিতে বিন্দুমাত্র ইতস্তত করা হবে না, তা এদিন কড়া ভাষায় জানিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর কথায় স্পষ্ট, সাধারণ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যেই এই অভূতপূর্ব উদ্যোগ রাজ্যের। কিন্তু কোনও হাসপাতাল বা নার্সিংহোম এর অমর্যাদা করে মানুষকে বঞ্চিত করলে কোনওভাবেই রেয়াত করা হবে না। প্রশাসনকে অনুরোধ করা হয়েছে, প্রয়োজনে তাদের লাইসেন্স বাতিল করা হোক।

Latest article