৪২ কোটি টাকায় নতুন বাইপাস উলুবেড়িয়ায়

জুলাই-অগাস্ট মাসের মধ্যে কাজ শুরু হয়ে যাবে। কাজ শুরুর ৭-৮ মাসের মধ্যে বাইপাস রাস্তা তৈরির কাজ শেষ হয়ে যাবে।

Must read

সংবাদদাতা, হাওড়া : যানজটের সমস্যা থেকে মুক্তি পাচ্ছে উলুবেড়িয়া। শহরের বাসিন্দাদের যানজটের হাত থেকে রেহাই দিতে তৈরি হচ্ছে বাইপাস রাস্তা। এই বাইপাস রাস্তা তৈরির জন্য রাজ্যের পূর্ত দফতর ৪২ কোটি টাকা বরাদ্দ করেছে। উলুবেড়িয়া পুরসভার উদ্যোগে সাড়ে ৪ কিমি দীর্ঘ ও ৭ মিটার চওড়া এই বাইপাস রাস্তা তৈরির কাজ কীভাবে হবে তার নীল নকশা ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। বাইপাস রাস্তা তৈরির জন্যেই মঙ্গলবার জমি জরিপের কাজ হল।

আরও পড়ুন-ভাতে মারতে চাইছে বিজেপি

পুরপ্রধান অভয় দাস দাঁড়িয়ে থেকে বাইপাস রাস্তা তৈরির মাপজোকের কাজ তদারকি করেন। উপস্থিত ছিলেন পূর্ত, ভূমি রাজস্ব, সেচ সহ বিভিন্ন দফতরের আধিকারিকরা। কোথা দিয়ে বাইপাস রাস্তাটি তৈরি হবে ফিতে হাতে তার পুঙ্খানুপুঙ্খ মাপজোক করেন আধিকারিকরা। বাইপাস রাস্তার সম্পূর্ণ নকশাও তৈরি করা হয়। এই বাইপাস রাস্তা তৈরি হলে উলুবেড়িয়া শহরের যানজটের স্থায়ী সমাধান হবে। শহরের বুকে যেকোনও গাড়ি এক পথ দিয়ে আসবে আর এক পথ দিয়ে বেরিয়ে যাবে। ফলে উলুবেড়িয়া শহরের রাস্তায় যানজট আর হবেই না। উলুবেড়িয়ার পুরপ্রধান অভয় দাস জানান, ‘‘শীঘ্রই বাইপাস রাস্তা তৈরি দরপত্র আহ্বান করা হবে।

আরও পড়ুন-সরকারি কর্মীদের আরও সুবিধা

জুলাই-অগাস্ট মাসের মধ্যে কাজ শুরু হয়ে যাবে। কাজ শুরুর ৭-৮ মাসের মধ্যে বাইপাস রাস্তা তৈরির কাজ শেষ হয়ে যাবে। ২০২৪-এর ফেব্রুয়ারি-মার্চ মাসের মধ্যে এই বাইপাস রাস্তা চালু হয়ে যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায়ের উদ্যোগে উলুবেড়িয়ার যানজট সমস্যার স্থায়ী সমাধানে এই বাইপাস রাস্তা তৈরি হচ্ছে।

Latest article