তৃণমূল নেতা খুনে ৫ লাখি সুপারি, ধরপাকড়

অন্যদিকে, আমডাঙার ঘটনার প্রতিবাদে দফায় দফায় ৩৪ নম্বর জাতীয় সড়কে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থক এবং স্থানীয়রা।

Must read

প্রতিবেদন : জয়নগর-কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের এক তৃণমূল নেতা খুন! এবার দুষ্কৃতীদের ছোঁড়া বোমার আঘাতে নিহত উত্তর ২৪ পরগনার আমডাঙার পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডল। কামদেবপুর হাটে রাস্তা পার হওয়ার সময় তাঁকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা।

আরও পড়ুন-জেসিবির ধাক্কায় মৃত কনস্টেবলের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, আর্থিক সাহায্যের ঘোষণা

গুরুতর জখম অবস্থায় তাঁকে বারাসত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। জয়নগরে তৃণমূল নেতা খুনের ঘটনায় ধৃত সিপিএম নেতা আনিসুর রহমান লস্কর ও কামালউদ্দিন ঢালিকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে দু’জনকেই ১১ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। আনিসুর এবং কামালউদ্দিন ধরা পড়ে বৃহস্পতিবার। তদন্তে পুলিশ জানতে পারে, তৃণমূল নেতাকে গুলি করার দায়িত্ব ছিল ধৃত শাহরুল শেখ এবং গণপ্রহারে মৃত সাহাবুদ্দিনের উপর। তবে খুনের গোটা পরিকল্পনা করে সিপিএম নেতা আনিসুর। তাকে এবং শাহরুলকে জেরা করে ইতিমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে। জানা গিয়েছে তৃণমূল নেতাকে খুন করতে ৫ লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছিল আততায়ীদের।

আরও পড়ুন-দিনের কবিতা

অন্যদিকে, আমডাঙার ঘটনার প্রতিবাদে দফায় দফায় ৩৪ নম্বর জাতীয় সড়কে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থক এবং স্থানীয়রা। পঞ্চায়েত প্রধানকে দেখতে হাসপাতালে যান তৃণমূলের অনেক নেতা। কে বা কারা কেন আক্রমণ চালাল তা নিয়ে রহস্য বাড়ছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদের পাশাপাশি দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পরিবারের অভিযোগ, পরিকল্পনা করে রূপচাঁদকে হত্যা করা হয়েছে। এলাকার উন্নয়নে তিনি অনেক কাজ করেছিলেন, সেই হিংসা থেকেও খুন করা হতে পারে বলে মনে করছেন নিহতের বাবা, ভাই।

Latest article