অশান্ত মণিপুরে আজ তৃণমূলের ৫ সদস্যের টিম

এরপর ১৯ জুলাই বুধবার অশান্ত মণিপুরের পরিস্থিতি খতিয়ে দেখতে যাওয়ার সিদ্ধান্ত নেয় তৃণমূল কংগ্রেসের ৫ সদস্যর প্রতিনিধি দল।

Must read

নয়াদিল্লি: টানা প্রায় তিন মাস ধরে জ্বলতে থাকা মণিপুর পরিদর্শনে আজ যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল। বুধবার উত্তর-পূর্বের এই বিজেপি শাসিত রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে যাবেন তৃণমূল কংগ্রেসের পাঁচ সদস্য। এই দলের নেতৃত্বে থাকছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। এছাড়া যাচ্ছেন লোকসভায় তৃণমূল কংগ্রেসের মুখ্য-সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাংসদ ডাঃ কাকলি ঘোষদস্তিদার, রাজ্যসভার সাংসদ দোলা সেন এবং প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। গত ১৪ জুলাই মণিপুরে যাওয়ার কথা ছিল তাঁদের।

আরও পড়ুন-স্মৃতিবিজড়িত ত্রিনিদাদে পা রাখল ভারতীয় দল

কিন্তু শেষ মুহূর্তে মণিপুর সরকারের অনুরোধে তৃণমূল কংগ্রেস কয়েকদিনের জন্য তাঁদের সফর স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। এরপর ১৯ জুলাই বুধবার অশান্ত মণিপুরের পরিস্থিতি খতিয়ে দেখতে যাওয়ার সিদ্ধান্ত নেয় তৃণমূল কংগ্রেসের ৫ সদস্যর প্রতিনিধি দল। সকাল ১০টায় কলকাতা বিমানবন্দর থেকে রওনা দেবেন প্রতিনিধিরা। প্রথমে ইম্ফলে নেমে সেখান থেকে যাত্রা শুরু করবেন তাঁরা। কর্মসূচিতে রয়েছে সেখানকার বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক এবং অস্থায়ী ক্যাম্প পরিদর্শনের কর্মসূচি। বিজেপি শাসিত এই রাজ্যে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করবে তৃণমূলের টিম। গত মে মাস থেকে রাজ্যের কুকি ও মেইতেই সম্প্রদায়ের সংঘর্ষের আগুনে জ্বলছে মণিপুর।

Latest article