প্রতি জেলায় ৫টি করে দোকান নির্দিষ্ট হয়েছে, রেটিনা স্ক্যান করে এবার রেশন

রথীন ঘোষ জানিয়েছেন বর্তমানে আঙুলের ছাপের মাধ্যমে বায়োমেট্রিক তথ্য যাচাইয়ের প্রক্রিয়ার বিকল্প হিসেবে এই নতুন পদ্ধতি চালু করা হবে

Must read

প্রতিবেদন : আগামী ১৫ এপ্রিল পয়লা বৈশাখের দিন থেকে রাজ্যের সর্বত্র চোখের রেটিনা স্ক্যানের মাধ্যমে বায়োমেট্রিক তথ্য যাচাই করে রেশন দেওয়ার প্রক্রিয়া চালু চালু হচ্ছে। ওই দিন থেকে রাজ্যের ২১০০০০-এর বেশি রেশন দোকানে ওই প্রক্রিয়া চালু হবে বলে খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যেই পাইলট প্রকল্প হিসেবে প্রত্যেক জেলার পাঁচটি করে রেশন দোকানে এই প্রক্রিয়া চালু হয়েছে। একইসঙ্গে অন্যান্য রেশন ডিলারদের নতুন পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছে।

আরও পড়ুন-সুপারের প্রস্তুতি শুরু আজ

খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন বর্তমানে আঙুলের ছাপের মাধ্যমে বায়োমেট্রিক তথ্য যাচাইয়ের প্রক্রিয়ার বিকল্প হিসেবে এই নতুন পদ্ধতি চালু করা হবে। বয়সজনিত সমস্যা এবং অন্যান্য নানা কারণে যাঁরা আঙুলের ছাপ দিয়ে রেশনে খাদ্যশস্য সংগ্রহ করতে অসুবিধায় পড়ছিলেন তাঁরা নতুন এই প্রক্রিয়ার ফলে উপকৃত হবেন।

আরও পড়ুন-স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াই মিলবে লক্ষ্মীর ভাণ্ডার

পাশাপাশি রেশনে খাদ্যশস্য বণ্টনের প্রক্রিয়াতেও আরও স্বচ্ছতা আসবে। মন্ত্রী জানিয়েছেন, নতুন এই ব্যবস্থা চালু করার জন্য রাজ্য সরকারকে আলাদা করে কোনও টাকা খরচ করতে হয়নি। যে সংস্থা বায়োমেট্রিক তথ্য যাচাই করার কাজ করছে তারাই মেশিনে এই তথ্য অন্তর্ভুক্ত করার কাজ করবে। তবে জেলার কোন কোন দোকানে এই ব্যবস্থা কার্যকর হবে তা আগাম গ্রাহকদের জানিয়ে দেওয়া হবে বলে খাদ্য দফতর জানিয়েছে।

Latest article