স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াই মিলবে লক্ষ্মীর ভাণ্ডার

এবার থেকে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করা যাবে।

Must read

প্রতিবেদন : এবার থেকে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করা যাবে। দুয়ারে সরকার-এর প্রথম দিনে নবান্নে সাংবাদিক বৈঠক করে একথা জানান মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী। তিনি নিজে এদিন হুগলির চণ্ডীপুরে কয়েকটি দুয়ারে সরকার শিবির ঘুরে দেখেন।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর অপেক্ষায় খেজুরি

তিনি বলেন, প্রথম দিন সারা রাজ্যে ১৫,১৩২টি শিবির হয়েছে। বিকেল সাড়ে চারটে পর্যন্ত সাড়ে পাঁচ লক্ষের বেশি মানুষ শিবিরগুলিতে এসেছেন। সবচেয়ে বেশি শিবির হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। তার পরেই আছে মুর্শিদাবাদ জেলা। উত্তর ২৪ পরগনায় ২০১১টি শিবির হয়েছে। সেখানে মোট ৪৭,৫০২ জন এসেছেন। দক্ষিণ ২৪ পরগনায় ১,৭৪৯টি শিবির হয়েছে। মোট ৬২,৭৯০ জন এসেছেন। মুর্শিদাবাদে ১,২২৬টি শিবিরে প্রথম দিনেই এসেছেন এক লক্ষেরও বেশি মানুষ।

Latest article