বাঙালির সাজে রাজ্যসভায় শপথ নিলেন ৫ তৃণমূল সাংসদ

Must read

সংস্কৃতি মেনে বাঙালির চির পরিচিত ধুতি-পাঞ্জাবি আর শাড়িতে সোমবার সকাল ১১ টায় শপথবাক্য পাঠ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার (Rajya Sabha- TMC) পাঁচ সাংসদ। দলনেত্রীর নির্দেশেই এদিন পুরুষরা ধুতি-পাঞ্জাবি আর সাংসদ দোলা সেন পরেছিলেন শাড়ি। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন, মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় ও দোলা সেনকে ফের সংসদের উচ্চকক্ষে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের তরফে। এছাড়াও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার নতুন মুখ হিসেবে শপথ নিলেন সামিরুল ইসলাম ও প্রকাশ চিক বরাইক। শপথ বাক্য পাঠ করালেন রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। ৫ জন সংসদের মধ্যে ৪ জন শপথ বাক্য পাঠ করলেন বাংলায়। প্রকাশ চিক বরাইক শপথ বাক্য পাঠ করলেন ইংরেজিতে।

সামিরুল ইসলাম ও আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি প্রকাশ চিক বরাইককে এবার রাজ্যসভার টিকিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের আরও এক রাজ্যসভার (Rajya Sabha- TMC) সাংসদ সমাজকর্মী সাকেত গোখেল আগেই শপথ নিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট নির্দেশ ছিল এদিনের শপথ নেওয়ার সময় সাংসদদের পোশাক নির্বাচন নিয়ে।
রাজ্যসভায় নব মনোনীত সাংসদদের শপথগ্রহণ সম্পন্ন। বিজেপির পক্ষ থেকে এদিন শপথ নিলেন ড. এস জয়শঙ্কর, নগেন্দ্র রায়-সহ গুজরাতের আরও দুই সাংসদ। শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেন শাসক এবং বিরোধী পক্ষের শীর্ষ নেতা পীযুষ গোয়েল এবং জয়রাম রমেশ। শপথগ্রহণ শেষে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের কক্ষে চা চক্রে যোগ দেন নতুন সাংসদরা।

আরও পড়ুন- মণিপুর আবার একটা নাগমণি চায়

Latest article