ভয়াবহ দাবানল কানাডা, উদ্বিগ্ন প্রধানমন্ত্রী ট্রুডো

Must read

দিন কয়েক আগে আমেরিকার হাওয়াই দ্বীপে দাবানলে মৃত্যু হয়েছিল শতাধিকের। এবারে ভয়াবহভাবে দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে কানাডার (Canada wildfires) একাধিক এলাকায়। গত শুক্রবার জরুরি অবস্থা জারি হয়েছিল কানাডার পশ্চিমাঞ্চলের ব্রিটিশ কলাম্বিয়ায়। ভ্যানকুভারের পূর্বে কেলোনা শহর থেকে দাবানলের আগুন লাগে। এখানকার জনসংখ্যা প্রায় দেড় লক্ষ। উদ্বিগ্ন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি ইতিমধ্যেই মন্ত্রী ও আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। উদ্ধারকাজের জন্য সমস্ত পরিকাঠামো রয়েছে বলে আশ্বাস দিয়েছেন ট্রুডো।

আরও পড়ুন- স্পিকারের ডাকে রকমারি ইলিশ-পদ চাখলেন মন্ত্রীরা

শনিবার ওই শহর থেকে ৩৫ হাজার জনকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ। এছাড়া আরও ৩০ হাজার জনকে সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে আবহাওয়া ক্রমশ শুষ্ক হয়ে উঠছে। শুষ্ক আবহাওয়া এবং হাওয়ার গতির কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। দাবানলে (Canada wildfires) চারদিকে কালো ধোঁয়ায় ঢেকে যাওয়ায় দৃশ্যমানতা কমছে। উদ্ধারকার্যে ব্যাঘাত ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।

Latest article