স্পিকারের ডাকে রকমারি ইলিশ-পদ চাখলেন মন্ত্রীরা

রবিবার দুপুরে সেই আমন্ত্রণে সাড়া দিয়ে কব্জি ডুবিয়ে ইলিশের রকমারি পদ চেখে দেখতে বারুইপুরে হাজির হলেন রাজ্যের একাধিক মন্ত্রী।

Must read

সংবাদদাতা, বারুইপুর : একে তো ইলিশ, তার উপর বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণ। রবিবার দুপুরে সেই আমন্ত্রণে সাড়া দিয়ে কব্জি ডুবিয়ে ইলিশের রকমারি পদ চেখে দেখতে বারুইপুরে হাজির হলেন রাজ্যের একাধিক মন্ত্রী। দমকলমন্ত্রী সুজিত বসু থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা, পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয়, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রমুখ। বারুইপুর পদ্মপুকুর ইয়ুথ ক্লাবের পঞ্চম বর্ষের ইলিশ উৎসব হল রবিবার।

আরও পড়ুন-মণিপুরের ঘটনায় ধিক্কার মিছিল মহিলা তৃণমূলের, জঙ্গিপুরে পথে নামল নারীশক্তি

ক্লাবের সভাপতি গৌতমকুমার দাস ও বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা রাজ্যসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই ইলিশ উৎসব এবারও অনুষ্ঠিত হয়। ইলিশ ভাপা, সর্ষে ইলিশ, দই ইলিশ, ইলিশ বিরিয়ানি, ইলিশের টকের মতো রকমারি ১৭টি পদ তৈরি হয়। সেই পদ চেখে দেখতেই আসেন মন্ত্রীরা। এলাকার সাধারণ মানুষও এই ইলিশ উৎসবে শামিল হন। রকমারি রান্নার পাশাপাশি কাঁচা ইলিশও বিক্রির ব্যবস্থা ছিল।

Latest article