ফের অধিকারী-দুর্গে ভাঙন, দলত্যাগী ৫০ বিজেপি নেতা-কর্মী

Must read

কাঁথি : কাঁথিতে অধিকারী-আধিপত্যে ভাঙন ধরতে শুরু করেছে। এক-এক করে অনেকেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে অধিকারী পরিবার। রবিবার কাঁথি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে প্রায় ৫০ জন নেতা ও কর্মী-সর্মথক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। যোগদানকারীদের অধিকাংশই এলেন বিজেপি থেকে।

আরও পড়ুন-বামপন্থী ছাত্রদের হাতে নিগৃহীত বিধায়ক লাভলি মৈত্র

ইতিমধ্যেই রাজ্যে উপনির্বাচনের ঢাকে কাঠি পড়েছে। এবার কাঁথি, এগরা-সহ অন্য পুরসভার নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলি কোমর বাঁধতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে কাঁথি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে এই দলবদল বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। একটা সময়ে কাঁথি পুরসভায় অধিকারীদের একচ্ছত্র আধিপত্য ছিল। সেদিন এখন অতীত। কাঁথি পুরসভায় তৃণমূলের জয়যাত্রা অব্যাহত রাখতে ইতিমধ্যেই বিভিন্ন ওয়ার্ডে কোভিড বিধি মেনে সভা করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। শনিবার রাতে ১৪ নম্বর ওয়ার্ডের ধনদিঘিতে আয়োজিত সভায় তৃণমূল কংগ্রেসে আসা নেতা-কর্মীদের হাতে দলের পতাকা তুলে দেন কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি তরুণকুমার মাইতি ও মৎস্যমন্ত্রী কাঁথি শহরের ভূমিপুত্র অখিল গিরি।

আরও পড়ুন-শিরদাঁড়া বিক্রি করব না, ১০ পয়সা নেওয়ার প্রমাণ দিক : অভিষেক বন্দ্যোপাধ্যায়

অখিল বলেন, ‘‘কাঁথি পুরসভার বিভিন্ন ওয়ার্ডে আরও অনেক উল্লেখযোগ্য বিজেপি নেতা-কর্মীরা তৃণমূল কংগ্রেসে আসার জন্য যোগাযোগ করছেন। তাঁদের দলে নেওয়ার সিদ্ধান্ত নেবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।’’ তরুণকুমার মাইতি বলেন, ‘‘সমাজের জন্য, মানুষের জন্য উন্নয়নের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এখন সবচেয়ে বেশি উপযুক্ত মঞ্চ। একথা বুঝতে পেরেই বিজেপির নেতা-কর্মীরা যোগদান করছেন।’’ এদিনের সভায় ছিলেন সুপ্রকাশ গিরি, কমলেন্দু পাহাড়ি, হরিসাধন দাস অধিকারী, দেবাশিস পাহাড়ি প্রমুখ। সভায় যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য গোপালকৃষ্ণ দাস, প্রীতীশ খান্ডা, শেখ কাদের প্রমুখ। গোপালকৃষ্ণ দাস বলেন, ‘‘দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৃণমূল কংগ্রেসে মানুষের জন্য কাজের পরিবেশ অত্যন্ত ভাল। তাই আমরা যোগদান করলাম।’’

Latest article