বামপন্থী ছাত্রদের হাতে নিগৃহীত বিধায়ক লাভলি মৈত্র

Must read

সোনারপুর : শিক্ষক দিবসে তৃণমূল ছাত্র পরিষদ আয়োজিত অনুষ্ঠান বানচাল করতে পরিকল্পিতভাবে হামলা চালানোর অভিযোগ উঠল বামপন্থী ছাত্র সংগঠন এসএফআইয়ের বিরুদ্ধে। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ শহরতলির সোনারপুরের রাজপুরে।

আরও পড়ুন-৩ কেন্দ্রের প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়

ছাত্র পরিষদের সমর্থকদের বেধড়ক মারধরের পাশাপাশি সোনারপুর দক্ষিণ কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্রের গাড়িতে হামলা চালায় বামপন্থী ছাত্ররা। বিধায়ককে হেনস্তাও করে। শিক্ষক দিবসের অনুষ্ঠানে যোগ দিতে বাধা দেওয়া হয় তাঁকে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কয়েকজন জখম ছাত্র পরিষদ সমর্থককে চিকিৎসা করাতে হয়। তবে বাধা উপেক্ষা করেই রাজপুর রবীন্দ্রভবনে শিক্ষক দিবস পালন করে ছাত্ররা।

আরও পড়ুন-ডুরান্ড কাপের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সোনারপুর ও রাজপুর পুর এলাকার তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে গুরুপ্রণাম-এর আয়োজন করা হয়। একই সময়ে এসএফআইয়ের পক্ষ থেকে স্কুল-কলেজ খোলার দাবিতে সোনারপুর স্টেশন থেকে রাজপুর পর্যন্ত একটি মিছিল বেরোয় পুলিশের অনুমতি ছাড়াই। সেই মিছিল থেকেই তৈরি হয় উত্তেজনা। বিধায়ক লাভলির অভিযোগ, ‘‘শিক্ষক দিবসের অনুষ্ঠান বানচাল করতে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। মিছিলের কোনও অনুমতি ছিল না। আমাকেও হেনস্তা করা হয়েছে। আমাদের ছাত্র সংগঠনের বন্ধুদের মারধর করা হয়েছে। অভিযুক্তদের শাস্তি দাবি করছি।’’

Latest article