উত্তরবঙ্গের ৫ জেলার বন্যা নিয়ন্ত্রণে ৫০০ কোটির প্রকল্প রাজ্যের

Must read

উত্তরবঙ্গের (North Bengal) ৫টি জেলার জন্য প্রায় ৫০০ কোটি টাকার দুটি বন্যা নিয়ন্ত্রণের প্রকল্প নিচ্ছে রাজ্য সরকার। প্রতি বছর বর্ষায় ভুটান থেকে জল নেমে এসে আলিপুরদুয়ার এবং কোচবিহারে বন্যা পরিস্থিতি তৈরি হয়। আবার পাহাড়ে বেশি বৃষ্টি হলে ভেসে যায় উত্তর দিনাজপুর এবং মালদহ জেলাও। একইসঙ্গে ডুয়ার্সে বা বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশে বেশি বৃষ্টি হলে বন্যা হয় দক্ষিণ দিনাজপুরেও। কার্যত প্রতি বছর এই কারণেই উত্তরবঙ্গের এই ৫টি জেলার কয়েক লক্ষ মানুষ শুধু যে বন্যার প্রকোপের মুখে পড়েন তাই নয়, তাঁদের আর্থিক ভাবেও ক্ষতিগ্রস্থ হতে হয়। এবার এই ছবিটাই বদলে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

৫টি জেলার বন্যা নিয়ন্ত্রণের জন্য প্রায় ৫০০ কোটি টাকার দুটি বন্যা নিয়ন্ত্রণের প্রকল্প হাতে নিচ্ছে। দুটি প্রকল্পের মোট খরচ ধরা হয়েছে ৪৯৬ কোটি টাকা। একটি প্রকল্প গড়ে উঠবে মালদহ ও দুই দিনাজপুর জেলাকে (North Bengal ) নিয়ে এবং অপর প্রকল্পটি গড়ে উঠবে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাকে নিয়ে। মূলত এই দুটি প্রকল্পের মাধ্যমে নদীর পাড় বাঁধানোর কাজ করা হবে।

আরও পড়ুন: জম্মু-কাশ্মীরের ডোডা জেলায় ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত ৩৬

এই প্রকল্পতে কেন্দ্রীয় সরকারকে যুক্ত করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এই ২টি প্রকল্পের যে DPR তৈরি হয়েছে তার একটি রিপোর্ট জমা দেওয়া হয়েছে কেন্দ্রের জলশক্তি মন্ত্রকের কাছে। গতকাল দিল্লিতে এই প্রকল্প নিয়ে জলশক্তি মন্ত্রকের প্রতিনিধিদের সঙ্গে রাজ্যের আধিকারিকদের একটি বৈঠকও হয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখে কেন্দ্রীয় সরকার ছাড়পত্র দিলে এই প্রকল্পটিও বন্যা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় অন্যান্য প্রকল্পের সঙ্গেই তালিকাবদ্ধ হবে। অর্থাৎ, এই প্রকল্পের মোট খরচের আংশিক দায়িত্ব কেন্দ্রীয় সরকার নিতে রাজি হবে। এই প্রকল্পের মাধ্যমে মহানন্দা, কুলহার এবং চিরামতীর মতো একাধিক নদীর ভাঙন রোধের কাজ শুরু হবে। তোর্সা এবং জলঢাকার মতো নদীর পাড়ও বাঁধানো হবে।

Latest article