জম্মু-কাশ্মীরের ডোডা জেলায় ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত ৩৬

সূত্রের খবর, এখনও উদ্ধারকাজ চলছে। সময়ের সাথে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ পাওয়া খবর অনুযায়ী, ৩৫ জন যাত্রীর মৃত্যু হয়েছে।

Must read

আজ, বুধবার সকালে জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) ডোডা জেলায় একটি বাস (রেজিস্ট্রেশন নম্বর JK02CN-6555) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সূত্রের খবর, এখনও উদ্ধারকাজ চলছে। সময়ের সাথে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ পাওয়া খবর অনুযায়ী, ৩৫ জন যাত্রীর মৃত্যু হয়েছে। কিছু যাত্রীর শারীরিক অবস্থা রীতিমত আশঙ্কাজনক। জম্মু-কাশ্মীর প্রশাসন সূত্রে খবর, বাসটিতে ৪০ জনের বেশি যাত্রী ছিলেন। জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় ডোডার একটি খাদের পাশে হঠাৎ করে বাসের চাকা পিছলে যায়। এমতাবস্থায় বাসটি যাত্রীদের নিয়ে প্রায় ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়।

আরও পড়ুন-ধর্ষিতা ‘সুখী বিবাহিত’ জীবন কাটাচ্ছে, কমল ধর্ষকের সাজা

খবর পেয়ে প্রশাসনের তরফে লোক দ্রুত ঘটনাস্থলে যায়। এরপরেই শুরু হয় উদ্ধারকাজ। উদ্ধার করে বেশ কয়েকজন যাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই দুর্ঘটনার জন্য গভীর শোকপ্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিংহ। তিনি জানান, “ডোডায় একটি মর্মান্তিক বাস দুর্ঘটনা ঘটেছে। প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। শোকার্ত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

আরও পড়ুন-আট কালী মাথায় নিয়ে বিসর্জনের দৌড় প্রতিযোগিতায় মানুষের ঢল

প্রধানমন্ত্রী এই মর্মে জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরের ডোডায় বাস দুর্ঘটনা দুঃখজনক। যারা তাদের নিকটাত্মীয়দের হারিয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। এছাড়া মৃতের আত্মীয়দের ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

Latest article