প্রতিবেদন : কলকাতা পুরসভার আয়বৃদ্ধির বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তা অক্ষরে অক্ষরে পালন করে পুরসভার আর্থিক স্বাচ্ছন্দ্য অনেকটাই ফিরিয়ে এনেছেন মেয়র ফিরহাদ হাকিম। তাঁরই বিশেষ উদ্যোগে মহানগরীতে করদাতার সংখ্যা বাড়ল প্রায় ৫২ হাজার। বকেয়া মিউটেশনের সংখ্যাও এখন দ্রুত নিম্নমুখী। প্রায় সাড়ে ৪ হাজার থেকে কমে দাঁড়িয়েছে প্রায় ৭০০। কিছুদিন আগেও শহরে করদাতার সংখ্যা ছিল ৮ লক্ষ ৭০ হাজার।
আরও পড়ুন-ঝাড়গ্রামে সংখ্যালঘু সেলের রাজনৈতিক কর্মী সম্মেলন, সংখ্যালঘু উন্নয়নে মুখ্যমন্ত্রীর বিকল্প নেই
গত জানুয়ারি পর্যন্ত হিসেব বলছে, করদাতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ লক্ষ ১৪ হাজার। তবে মার্চের মাঝামাঝি সময়ে নতুন করদাতার সংখ্যা ৫২ হাজার ছাড়িয়ে গিয়েছে পুরসভা সূত্রে খবর। স্বাভাবিকভাবেই পুরসভার আয়ের উৎস অনেকটাই প্রসারিত হয়েছে। দ্বিতীয়বারের জন্য পুরসভার দায়িত্ব পেয়েই বকেয়া সম্পত্তিকর আদায়ের উপরে বিশেষ জোর দিয়েছিলেন মেয়র। গুরুত্ব দেওয়া হয়েছিল নতুন সম্পত্তির রেজিস্ট্রেশন এবং মিউটেশনের উপরেও। বকেয়া কর আদায়ের জন্য একদিকে যেমন বাড়ি বাড়ি নোটিশ পাঠানো হয়, ঠিক তেমনই রেজিস্ট্রেশন এবং মিউটেশনে গতি আনার জন্য বিভিন্ন এলাকায় বিশেষ শিবির খোলারও সিদ্ধান্ত নেয় পুরকর্তৃপক্ষ। এবং প্রত্যাশিত সুফল মেলে এই উদ্যোগে। সম্পত্তিকরের বকেয়ার অঙ্ক কমে গিয়ে সমৃদ্ধ হতে শুরু করে পুরসভার কোষাগার।