ঝাড়গ্রামে সংখ্যালঘু সেলের রাজনৈতিক কর্মী সম্মেলন, সংখ্যালঘু উন্নয়নে মুখ্যমন্ত্রীর বিকল্প নেই

তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের ঝাড়গ্রাম জেলা কমিটির উদ্যোগে ঝাড়গ্রামে সংখ্যালঘু সেলের রাজনৈতিক কর্মী সম্মেলন হল।

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম : তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু (minority)সেলের ঝাড়গ্রাম জেলা কমিটির উদ্যোগে ঝাড়গ্রামে সংখ্যালঘু সেলের রাজনৈতিক কর্মী সম্মেলন হল। ঝাড়গ্রাম শহরের দেবেন্দ্রমোহন হলঘরে। ওই কর্মী সম্মেলনে ঝাড়গ্রাম জেলার আটটি ব্লকের ও ঝাড়গ্রাম শহরের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষজন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-কেন্দ্রের নীতি রেশন নিয়ে অনিশ্চয়তা

ওই সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য পেশ করেন সংগঠনের রাজ্য সভাপতি মোশারফ হোসেন ও চেয়ারম্যান হাজি নুরুল ইসলাম, সংখ্যালঘু সেলের ঝাড়গ্রাম জেলার সভাপতি শেখ সুবান আলি, তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার সভাপতি বিধায়ক দুলাল মুর্মু-সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব। সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে ও কংগ্রেস-সিপিএম জোটকে পঞ্চায়েত নির্বাচনে পরাস্ত করার জন্য ওই সম্মেলনে উপস্থিত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের এখন থেকে পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করার আহ্বান জানান তৃণমূল নেতৃত্ব। রাজ্যের তথা সংখ্যালঘু উন্নয়নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও বিকল্প নেই, একবাক্যে ঘোষণা করা হয় মঞ্চ থেকে।

Latest article