মাত্র ৩ দিনেই ৫৪ জনের মৃত্যু, রিপোর্ট যোগীরাজ্যে

পরিস্থিতি খতিয়ে দেখতে লখনউ থেকে একটি বিশেষ দল আসছে।

Must read

বৃষ্টির (Monsoon) চিহ্ন নেই। গরমে প্রাণ ওষ্ঠাগত। জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রার এই পরিবর্তন ভয়ঙ্কর রূপ দেখাচ্ছে উত্তর প্রদেশ (Uttar Pradesh)। জানা গিয়েছে, শুধু উত্তর প্রদেশের বালিয়া জেলাতেই গত তিনদিনে মৃত্যু হয়েছে ৫৪ জনের। প্রত্য়ক্ষ বা পরোক্ষভাবে দায়ী অতিরিক্ত গরম। তাপপ্রবাহের ফলে অসুস্থ হয়ে পড়েছেন কমপক্ষে ৪০০ জন।

আরও পড়ুন-‘ক্ষমতা থাকলে আপনারা আপনাদের রিপোর্ট কার্ড নিয়ে আসুন’ বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে তাপপ্রবাহ বইছে উত্তর প্রদেশে। বেশিরভাগ জায়গাতেই তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরিয়ে গিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, এতজনের মৃত্যুর পিছনে একাধিক কারণ হতে পারে, তবে প্রাথমিকভাবে অত্যাধিক গরমের কারণেই মৃত্যু হয়েছে বলে জানান হয়। গত এক সপ্তাহ ধরেই বালিয়ার বেশ কয়েকটি হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা হঠাৎ করে বেড়ে গিয়েছে। অধিকাংশ রোগীই জ্বর, শ্বাসকষ্টের মতো শারীরিক সমস্যা নিয়ে আসছেন। সব হাসপাতালেই রোগী উপচে পড়ছে। বালিয়া জেলা হাসপাতালের মেডিক্য়াল সুপারিন্টেন্ডেন্ট ইনচার্জ এসকে যাদব এই মর্মে জানান, গত ১৫ জুন ২৩ জন রোগীর মৃত্যু হয়েছে। তার পরেরদিন ২০ জনের মৃত্যু হয় এবং গতকাল, অর্থাৎ ১৭ তারিখ ১১ জন রোগীর মৃত্য়ু হয়েছে।

আরও পড়ুন-শনিবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর

পরিস্থিতি খতিয়ে দেখতে লখনউ থেকে একটি বিশেষ দল আসছে। সাধারণত অত্য়াধিক গরম বা ঠাণ্ডা পড়লে শ্বাসকষ্ট, মধুমেহ ও রক্তচাপের রোগীদের অসুস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

 

Latest article