‘হিংসার উপর ভরসা করাটা বিজেপির নীতি, এটা তৃণমূলের নয়’ টুইটবার্তায় বিরোধী দলনেতাকে নিশানা কুণাল ঘোষের

পঞ্চায়েত ভোটের (Panchayat election) হিংসা নিয়ে টুইট (tweet) করেছিলেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

Must read

পঞ্চায়েত ভোটের (Panchayat election) হিংসা নিয়ে টুইট (tweet) করেছিলেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । সেখানে তিনি একটি ভিডিও পোস্ট করে লিখেছিলেন, ‘এটাই বিখ্য়াত ডায়মন্ডহারবার মডেল। বিরোধী যারা সাহসিকতার সঙ্গে মনোনয়ন দাখিল করতে গিয়েছিলেন, জীবনের ঝুঁকি নিয়ে এবার স্ক্রুটিনির সময় তাদের উপরই আক্রমণ নেমে আসছে।’ সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি জাগো বাংলা ডিজিটাল।

আরও পড়ুন-মাত্র ৩ দিনেই ৫৪ জনের মৃত্যু, রিপোর্ট যোগীরাজ্যে

শুভেন্দুর পোস্ট করা ওই ভিডিয়োতে দেখা গিয়েছিল, একজন রক্তাক্ত ব্য়ক্তি বলছেন, ডায়মন্ডহারবার ২ নম্বর ব্লক নির্দল থেকে প্রার্থী হয়েছিল। স্ক্রুটিনি করতে এসেছিলাম। বশির হালদার নাম আমার। আমার মাথা ফাটিয়ে দিয়েছে। ব্যাগ কেড়ে নিয়েছে। তৃণমূলের বাহিনীরা রয়েছে। এর প্রতিবাদ কি হবে না? আমাকে মারধর করে বের করে দিল। জানি না কী হবে?

আরও পড়ুন-‘ক্ষমতা থাকলে আপনারা আপনাদের রিপোর্ট কার্ড নিয়ে আসুন’ বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

সেই ভিডিয়ো দেখে টুইট করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি টুইটবার্তায় লিখেছেন, ‘রাজ্য়ের বিরোধী দলনেতা সব কিছুর সঙ্গেই তৃণমূলকে জড়িয়ে দেন যতক্ষণ না তার স্বার্থ চরিতার্থ হয়। কিন্তু এই ভিডিয়োর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। যদি রাজ্যের বিরোধী দলনেতার এনিয়ে কোনও প্রমাণ থাকে যে তৃণমূল এর সঙ্গে জড়িত তবে তাকে বলছি ‘সরাসরি মুখ্য়মন্ত্রীতে’ অভিযোগ জানান। ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর ব্য়বস্থা নেওয়া হবে। হিংসার উপর ভরসা করাটা বিজেপির নীতি, এটা তৃণমূলের নয়।’

আরও পড়ুন-শনিবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর

এদিন তিনি আরও লেখেন, ‘আমরা যেকোনওরকম হিংসার নিন্দা করছি। তৃণমূলের বিরোধিতা করতে গিয়ে এই ধরনের সংবেদনশীল ঘটনা নিয়ে লাগাম টানা দরকার।’

 

Latest article