পশ্চিমবঙ্গ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের ৫৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল

এই বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করেন প্রধান অতিথি- রাজ্যসরকারের কৃষি বিপনন বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী বেচারাম মান্না

Must read

পশ্চিমবঙ্গ কোল্ড স্টোরেজ (cold storage) অ্যাসোসিয়েশনের ৫৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল। storage ও ড. প্রদীপ কুমার মজুমদার, পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দফতরের মাননীয় মন্ত্রী। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. এ সুব্বিয়া, কৃষি বিপণন দফতরের প্রধান সচিব; কানাইলাল হাঁসদা, জয়েন্ট ডিরেক্টর, কৃষি বিপনন বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার; শ্রী রাজেশ কুমার বনসাল, পশ্চিমবঙ্গ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি; শ্রী পশ্চিমবঙ্গ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট সুনীল কুমার রানা; শ্রী পতিত পবন দে, WBCSA এর প্রাক্তন সভাপতি।

আরও পড়ুন-বক্সাইট খুঁজতে গিয়ে লিথিয়াম, নজরে জম্মু কাশ্মীর

এইদিনের সভায় উপস্থিত বক্তারা বলেন কোল্ড স্টোরেজের জন্য খরচ এবং মূলধনের ব্যয়ের পর্যায়ক্রমিক বৃদ্ধির পরিপ্রেক্ষিতে, অন্যান্য আলু উৎপাদনকারী রাজ্যগুলিতে ভাড়ার সমান হিসাবে কোল্ড স্টোরেজ ভাড়া বাড়ানোর দাবি করা হয়েছিল যেখানে বর্তমান হার প্রতি কুইন্টাল ২৩০ টাকা বাড়িয়ে – থেকে ২৭০ টাকার প্রস্তাব করাহয়।.

Latest article