বক্সাইট খুঁজতে গিয়ে লিথিয়াম, নজরে জম্মু কাশ্মীর

যে খনিজের জন্য অন্য দেশের কাছে হাত পাততে হত ভারতবর্ষের লিথিয়াম ব্যাটারি নির্মাতাদের, অবশেষে সেই লিথিয়ামের সন্ধান মিলল ভারতেই

Must read

যে খনিজের জন্য অন্য দেশের কাছে হাত পাততে হত ভারতবর্ষের লিথিয়াম ব্যাটারি নির্মাতাদের, অবশেষে সেই লিথিয়ামের সন্ধান মিলল ভারতেই। এটি রিচার্জেবল ব্যাটারি তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এবার কাশ্মীরের মাটিতে মিলেছে সেই লিথিয়াম ভাণ্ডারের খোঁজ!

আরও পড়ুন-নিঃস্বার্থ সম্পাদক

জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলায় সমীক্ষা চালিয়ে এই খনিজের হদিশ পেয়েছে জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (জিএসআই)। সেখানে মাটির নীচে মজুত প্রায় ৫৯ লক্ষ টন লিথিয়ামের সম্ভার। বৃহস্পতিবার এই কথা জানিয়েছে জিএসআই।
বক্সাইটের খোঁজ করতে গিয়েই এই হাল্কা ধাতুর হদিশ পাওয়া যায়। শুক্রবার রেয়াসির খনি দফতরের আধিকারিক শফিক আহমেদ বলেন, সালাল-হাইমানা এলাকায় ওই বিপুল পরিমাণ লিথিয়ামের সন্ধান পাওয়া গিয়েছে। এর উত্তোলন শুরু হলে দেশে প্রযুক্তির দুনিয়ায় এক নতুন যুগের সূচনা হবে।

আরও পড়ুন-নাট্যপত্র বিক্রেতা

প্রসঙ্গত জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে বর্তমানে বিদ্যুৎচালিত গাড়ি-স্কুটারের উপর জোর দিচ্ছে সরকার। সেই ব্যাটারি তৈরিতে স্বনির্ভর নয় ভারত। লিথিয়ামের জন্য এতদিন তাকিয়ে থাকতে হত অস্ট্রেলিয়া, চিলি কিংবা আর্জেন্তিনার দিকে।

আরও পড়ুন-বাঁধাই কর্মী

জম্মু ও কাশ্মীরের এই জেলাতেই বৈষ্ণোদেবী, সিয়াদ বাবা জলপ্রপাত রয়েছে।এই এলাকার অর্থনীতি মূলত পর্যটন নির্ভর। এবার নতুন এই খনিজ সম্পদের হাত ধরে ভাগ্যের চাকা ঘুরতে পারে বলেই মনে করছে বিশেষজ্ঞ দল।

Latest article