মাঝ-আকাশে সংঘর্ষ, ৬ জনের মৃত্যুর আশঙ্কা

Must read

প্রতিবেদন: মাঝ-আকাশে মুখোমুখি ধাক্কা লাগল দু’টি বিমানের (2 Planes Crash)। প্রবল সংঘর্ষের কারণে দুটি বিমানই গুঁড়িয়ে গেল। দুর্ঘটনার মুহূর্তের সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এই ঘটনায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, টেক্সাসের ডালাস এগজিকিউটিভ বিমানবন্দরে একটি এয়ার শো-এর আয়োজন করা হয়েছিল। সেখানেই অংশ নিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জনপ্রিয় হওয়া মান্ধাতার আমলের দুই বিমান। সেসময় বড় আকারের বোয়িং বি-১৭ বোমারু বিমানের (2 Planes Crash) সঙ্গে অপেক্ষাকৃত ছোট বেল পি-৬৩ কিংকোবরা বিমানের সংঘর্ষ হয়। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। ডালাসের মেয়র এরিক জনসন বলেছেন, এয়ার শো চলাকালীন একটি ভয়ানক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কারণ বা হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি। ডালাস পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই দুই বিমানই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল।

আরও পড়ুন-মার্কিন সেনেট নিজেদের দখলেই রাখল ডেমোক্র্যাট পার্টি

Latest article