বিজেপির প্রার্থী-তালিকা নিয়ে তীব্র অসন্তোষ

Must read

প্রতিবেদন : ৪ ডিসেম্বর দিল্লিতে পুরভোট। দিল্লি পুরভোটের জন্য শনিবার বিজেপি তাদের প্রথম দফার প্রার্থী-তালিকায় ২৩২ জন প্রার্থীর (Delhi Municipal Election- BJP Candidate List) নাম প্রকাশ করেছে। ১৮টি আসনে প্রার্থীদের নাম এখনও প্রকাশ করা হয়নি। কিন্তু প্রার্থী-তালিকা (Delhi Municipal Election- BJP Candidate List) প্রকাশ হতেই বিজেপিতে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। প্রার্থী হতে না পেরে অনেকেই ক্ষোভে ফুঁসছেন। এঁদের বেশিরভাগই নির্দল হয়ে বিজেপিকে বিপাকে ফেলতে তৎপর হয়ে উঠেছেন। দলের একাধিক সাংসদও বিভিন্ন প্রার্থীর নামে তীব্র আপত্তি জানিয়েছেন।
প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ও সাংসদ হর্ষ বর্ধন পূর্ব দিল্লির প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে হস্তক্ষেপ করায় এলাকার সাংসদ গৌতম গম্ভীর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। দলের আর এক সাংসদ হংসরাজ হংসও প্রবল অসন্তুষ্ট। কারণ তাঁর সুপারিশ করা অনেককেই প্রার্থী করা হয়নি। পশ্চিম দিল্লির সাংসদ পরবেশ ভার্মাও বেশ কয়েকজন প্রার্থীর নাম নিয়ে আপত্তি জানান।

আরও পড়ুন-“কলেজিয়ামের বিচারপতি নিয়োগের প্রক্রিয়া ঠিক”! দাবি করলেন ইউ ইউ ললিত

Latest article