বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বাংলায়, জেলায় মৃত্যু হল ৬ জনের

মিলে গেল আবহাওয়া দফতরের পূর্বাভাস। সোমবার সন্ধে হতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামল শহর জুড়ে। সঙ্গে ঝোড়ো হাওয়া। বৃষ্টির ছোঁয়া পেল বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া।

Must read

প্রতিবেদন : মিলে গেল আবহাওয়া দফতরের পূর্বাভাস। সোমবার সন্ধে হতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামল শহর জুড়ে। সঙ্গে ঝোড়ো হাওয়া। বৃষ্টির ছোঁয়া পেল বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া। উত্তরে কোচবিহারেও হল বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। হাঁসফাঁস গরম থেকে খানিক স্বস্তি বঙ্গবাসীর। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এবং আগামিকালও। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে বীরভূম, বাঁকুড়া, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে। তবে তীব্র দাবদাহের থেকে মুক্তি আনা প্রথম বৃষ্টিতেই জেলায় জেলায় কাড়ল প্রাণ। শেষ খবর পাওয়া পর্যন্ত বিভিন্ন জেলায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন-অন্য এক পৃথিবীর সন্ধানে

পশ্চিম মেদিনীপুরের পিংলা থানা এলাকায় ঝড়ের রাতে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম পিন্টু সামন্ত। নদিয়ার নাকাশিপাড়ায় ঝড়ের জেরে ইট চাপা পড়ে ২ শ্রমিকের মৃত্যু। পূর্ব বর্ধমানের কাটোয়ায় ঝড়বৃষ্টির সময় বজ্রপাতে মৃত্যু হয় এক মহিলার। পুরুলিয়ার আড়সা থানা এলাকায় প্রচণ্ড ঝড়-বৃষ্টির মাঝে পড়ে যান তিন পড়ুয়া ও এক স্থানীয় যুবক। বৃষ্টির হাত থেকে বাঁচতে তাঁরা একটি গাছের তলায় আশ্রয় নেন। সেই সময়েই বজ্রপাত হওয়ায় গুরুতর আহত হন ৪ জনই। তাদের উদ্ধার করে স্থানীয় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত বলে ঘোষণা করেন।

Latest article