নৌকাডুবিতে মৃত ৬০

বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন, নৌকাটিতে দেড় শতাধিক যাত্রী ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি

Must read

ইতালির ক্যালাব্রিয়া অঞ্চলের পূর্ব উপকূলে ভূমধ্যসাগরে শরণার্থী বোঝাই একটি নৌকাডুবির ঘটনায় ১২ জন শিশু-সহ অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও পর্যন্ত ৩০ জনের কোনও খোঁজ মিলছে না। মৃতদের মধ্যে ২৮ জন পাকিস্তানি নাগরিক। নৌকাটিতে কমপক্ষে ১৫০ জন মানুষ ছিলেন। সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, ক্যালাব্রিয়া অঞ্চলের উপকূলীয় শহর ক্রোটোনের কাছে তীরে ভেড়ার আগে পাথরে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়।

আরও পড়ুন-৪ মার্চ পর্যন্ত সিবিআই হেফাজত মণীশ সিসোদিয়ার

বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন, নৌকাটিতে দেড় শতাধিক যাত্রী ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি। উদ্ধারকাজ তদারকি করতে গিয়ে পিয়ান্তেদোসি জানিয়েছেন, এখনও পর্যন্ত ৩০ জন নিখোঁজ রয়েছেন। ইতালির সংবাদ সংস্থা আনসা নিউজ জানিয়েছে, মৃতদের মধ্যে কয়েক মাসের একটি শিশুও রয়েছে। ইতালির উপকূল রক্ষীবাহিনী জানিয়েছে, এ পর্যন্ত ৮৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ৩০ জনের কোনও খোঁজ নেই। নৌকাটিতে ২০০ জনেরও বেশি যাত্রী ছিল। অনেকেই মনে করছেন, দেউলিয়া হয়ে যাওয়া পাকিস্তান থেকে প্রাণ বাঁচাতে সে দেশের নাগরিকরা দেশ ছাড়ছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও এই মৃত্যুর কথা স্বীকার করে নিয়েছেন। তবে শরিফ জানিয়েছেন, ২৪ জন পাক নাগরিকের মৃত্যু হয়েছে। রোমের পাক দূতাবাস জানিয়েছে, ওই নৌকায় অন্তত ৪০ জন পাক নাগরিক ছিলেন। যার মধ্যে ২৮ জনের মৃত্যু হয়েছে। ১২ জনের খোঁজ মিলছে না।

Latest article