নৈহাটিতে বাজেয়াপ্ত ৬০ লাখ

Must read

সংবাদদাতা, বারাকপুর : রেল পুলিশের সারপ্রাইজ চেকিং চলাকালীন আপ কল্যাণী লোকাল থেকে নামা এক যুবকের কাছ থেকে ৬০ লক্ষ টাকার বেশি উদ্ধার করল নৈহাটি (Naihati) জিআরপি। সব টাকাটাই ছিল ৫০০ ও ২০০ টাকার বান্ডিলে। অভিযুক্ত যুবক বছর ২৪-এর অভিষেক সোনকার। টিটাগড়ের বাসিন্দা। এই বিপুল পরিমাণ টাকা কোথায় নিয়ে যাচ্ছিল বা কোথায় থেকে সে পেল এত টাকা, তা জানার চেষ্টা করছে পুলিশ। ধৃতের মানিব্যাগ থেকে ১০ টাকার একটি ছেঁড়া নোট পাওয়া গিয়েছে। মনে করা হচ্ছে হাওলার মাধ্যমে এই টাকা পাচার হচ্ছিল। পুলিশ সূত্রের খবর এই টাকার হদিশ পেতে আয়কর দফতর থেকে অফিসাররা টাকা গোনার মেশিন নিয়ে নৈহাটি রেল পুলিশ থানায় আসে। টাকার সোর্স জানার চেষ্টা করছে। তবে পুলিশ সূত্রে খবর যুবক টিটাগড়ের এক স্বর্ণব্যবসায়ীর অধীনে কাজ করে। ওই ব্যবসায়ী সোনা গলিয়ে বাট বানিয়ে বিক্রি করে। সেই ব্যবসায়ীর থেকেই টাকা নিয়ে এসেছিল নৈহাটিতে (Naihati) এক ব্যক্তিকে টাকা দেওয়ার জন্য। এর আগেও বেশ কয়েকবার সে এইভাবে টাকা নিয়ে এসেছিল। তার মোবাইলে বিভিন্ন ধরনের সোনার বাটের ছবি পাওয়া গিয়েছে। সঙ্গে একটি ১০ টাকার অর্ধেক নোটের ছবি পাওয়া গেছে। জানা গিয়েছে তাকে মোবাইল ফোনের মাধ্যমে নির্দেশ দেওয়া হচ্ছিল। যে তাকে ওই ১০ টাকার নোটের বাকি অংশটা দেখাবে তাকে টাকাটা দিয়ে দেওয়ার নির্দেশ ছিল। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন-চোর সন্দেহে বাংলাদেশে মার ভারতীয় চালক ও খালাসিকে

Latest article