চোর সন্দেহে বাংলাদেশে মার ভারতীয় চালক ও খালাসিকে

Must read

সংবাদদাতা, বসিরহাট : বাংলাদেশের ভোমরা সীমান্তে (Bangladesh Bhomra Border) মোবাইল ফোন চুরির সন্দেহে প্রথমে বচসা, তারপর মারধর করা হল ভারতীয় ট্রাকচালক ও খালাসিকে। দুজনই বসিরহাট হাসপাতালে চিকিৎসাধীন। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
বসিরহাটের ভারত-বাংলাদেশ ঘোজাডাঙা সীমান্তে বনগাঁ গোবরডাঙা থেকে আসা ভুষিবোঝাই পণ্যবাহী ট্রাক বাংলাদেশে রফতানি করার সময় ভোমরা সীমান্তে (Bangladesh Bhomra Border) একটি চায়ের দোকানে চা খেতে ঢোকেন গাড়িচালক ও খালাসি। সেই সময়ই দোকানদারের একটি ফোন খোওয়া যায়। এই নিয়ে শুরু হয় বচসা। ওদের সন্দেহ ভারতীয় চালক নিজামউদ্দিন মণ্ডল ও খালাসি সইফুদ্দিন মণ্ডলই চুরি করেছে। সন্দেহের বশেই বেধড়ক মারধর করে ভারতীয় সীমান্তে ফিরিয়ে দেওয়া হয়। প্রশ্ন উঠেছে ফোন চুরি না পিছনে অন্য কোনও কারণ আছে। তদন্ত শুরু করেছে ঘোজাডাঙা ও ভোমরা আমদানি রফতানি সংস্থা। বাংলাদেশে মালপত্র নিয়ে যাওয়া ভারতীয় ট্রাক চালকরা এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ। অনুমানের বশে এইভাবে বেধড়ক মারধরের তাঁরা প্রতিবাদ জানিয়েছেন। একইসঙ্গে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানিয়েছেন। চালকরা এই ঘটনার দ্রুত তদন্ত দাবি করেছেন।

আরও পড়ুন-বিয়ের প্রতিবাদে ঘরছাড়া নাবালিকাকে ফেরাল পুলিশ

Latest article