বিয়ের প্রতিবাদে ঘরছাড়া নাবালিকাকে ফেরাল পুলিশ

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : রাজ্য পুলিশের বড় ধরনের সাফল্য। প্রায় পাঁচ মাস নিখোঁজ এক নাবালিকাকে মুর্শিদাবাদের সুতি থানার (Suti Police Station) পুলিশের বিশেষ অভিযান চালিয়ে উদ্ধার করল। সুতির হিলোরা গ্রাম থেকে মে মাসের তিন তারিখে নিখোঁজ হয়ে গিয়েছিল সে। নাবালিকার নাম ফিরদৌসি খাতুন। নিখোঁজ হওয়ার সময় তার বয়স ছিল সাড়ে ১৭ বছর। মঙ্গলবার পুলিশ তাকে উদ্ধার করে। বুধবার বহরমপুরে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির বিশেষ বোর্ডের কাছে কাউন্সেলিঙের জন্য পাঠানো হয়েছে।
উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর বাড়ির লোকেরা এক নিকটাত্মীয়ের সঙ্গে বিয়ে ঠিক করেন। কিন্তু ফিরদৌসি বাড়ির পছন্দ করা ছেলেকে বিয়ে করতে রাজি ছিল না। জোর করে আয়োজন করায়, বিয়ের দিন দুয়েক আগেই সে পালায়। সম্প্রতি আহিরণ পুলিশ ফাঁড়ির আধিকারিক অরিন্দম সেন নতুন করে সন্ধান শুরু করেছিলেন। ফিরদৌসির বাবা ইসরাফিল শেখ বলেন, ‘মেয়ে রাগ করে বাড়ি ছেড়েছিল। পুলিশের (Suti Police Station) উদ্যোগে প্রায় পাঁচ মাস পর মেয়েকে খুঁজে পেলাম। পুলিশের এই উপকার সারাজীবন মনে রাখব।’

আরও পড়ুন-সিবিআইয়ের অপদার্থতা, সাক্ষীই মৃত

Latest article