সিবিআইয়ের অপদার্থতা, সাক্ষীই মৃত

Must read

সংবাদদাতা, আসানসোল : একটা তদন্তেরও কিনারা করতে পারে না, তবু কেন্দ্র এবং বিজেপি যে রাজ্যে প্রতিহিংসার রাজনীতি করতে সিবিআই, ইডিকে ব্যবহার করছে। তার প্রমাণও মিলে গেল। গরু মামলায় মৃত ব্যক্তিকেই সাক্ষী হিসেবে ডাকল সিবিআই। সম্প্রতি গরু মামলায় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আসানসোলে সিবিআই বিশেষ আদালতে চার্জশিট পেশ করে সিবিআই (CBI)। তাতে সাক্ষী হিসেবে রয়েছে ৯৫ জনের নাম। তালিকার ৫৮ নম্বরে মাধব কৈবর্ত নামে একজনের নাম দিয়েছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা (CBI)। এই মাধব গত এপ্রিলে দুর্গাপুর থেকে বোলপুর ফেরার সময় এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছেন। অনুব্রতর ব্যক্তিগত দেহরক্ষী সায়গল হোসেনের ছোট মেয়েও মারা যান। ওই ঘটনার মাস ছয়েক পর আসানসোলের বিশেষ সিবিআই আদালতে চতুর্থ চার্জশিটে সাক্ষী হিসেবে সেই মাধবের নামও রয়েছে। প্রশ্ন উঠেছে, কোনও মামলায় মৃত ব্যক্তি কীভাবে সাক্ষ্য দিতে পারবেন? শুধু মাধবই নন, সাক্ষী হিসেবে তাঁর স্ত্রীর নামও রয়েছে। ৪৬ নম্বর সাক্ষী বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। সিবিআই আদালতের আইনজীবীদের একাংশের কটাক্ষ, সাক্ষী হিসেবেই যেখানে গোড়ায় এত বড় গলদ করেছে সিবিআই, তাহলে তারা তদন্ত কেমন করছে, তা বোঝাই যাচ্ছে। এমনিতেই একটাও তদন্তের কিনারা করতে পারে না তারা। তৃণমূলের কাছে রাজনৈতিকভাবে নাস্তানাবুদ হয়ে প্রতিশোধ নিতেই উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপাচ্ছে, এ থেকেই পরিষ্কারভাবে প্রমাণিত।

আরও পড়ুন-কেন্দ্র টাকা দিচ্ছে না ফলে সংকট

Latest article