রাজ্যে আরও ৭ নতুন জেলা (7 New District in West Bengal)। প্রশাসনিক কাজের সুবিধার জন্য দীর্ঘদিন ধরেই বড় জেলা ভেঙে নতুন জেলা করার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সোমবার, মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। বৈঠকের পরে, মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে আরও ৭টি নতুন জেলা হবে। এই নিয়ে বাংলায় মোটে জেলার সংখ্যা দাঁড়াল ৩০।
আরও পড়ুন: কমনওয়েলথ গেমসে সোনা জয় বাংলার অচিন্ত্যর, গর্বের মুহূর্ত বললেন মুখ্যমন্ত্রী
৭ টি নতুন জেলা (7 New District in West Bengal)-
কান্দি
বহরমপুর
রানাঘাট
বিষ্ণুপুর
সুন্দরবন
ইছামতি
বসিরহাট (এখনও নাম ঠিক হয়নি)