যোগীরাজ্যে বাজি কারখানায় বিস্ফোরণ, প্রাণ গেল ৭ কর্মীর

বাজি তৈরির দাহ্য কাঁচামালে লেগে সেই আগুন ভয়ানক আকার ধারণ করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী।

Must read

প্রতিবেদন : যোগীরাজ্যে মর্মান্তিক দুর্ঘটনা। বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হল ৭ জনের। রবিবার উত্তরপ্রদেশের কৌশাম্বিতে বাজি কারখানায় বিরাট বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণ থেকেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। বাজি তৈরির দাহ্য কাঁচামালে লেগে সেই আগুন ভয়ানক আকার ধারণ করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী।

আরও পড়ুন-দিনের কবিতা

কিন্তু ততক্ষণে গুরুতর আহত হয়েছেন কারখানার বেশ কয়েকজন কর্মী। পুলিশ সূত্রে খবর, এদিন বেলা ১২টা নাগাদ কৌশাম্বির কোখরাজ থানার মাহেবা গ্রামের বাজি কারখানায় বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে পড়ে। মৃত্যু হয়েছে মোট ৭ জনের, আহত আরও অনেকে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কারখানার মালিকও এই ঘটনায় প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বাকি ৬ জনও কাজ করত ওই কারখানাতেই। চলতি মাসে বিজেপিশাসিত রাজ্যে বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যুর ঘটনা এই প্রথম নয়। চলতি ফেব্রুয়ারির শুরুতেও গেরুয়া রাজ্য মধ্যপ্রদেশের হরদায় বাজি কারখানায় বিস্ফোরণ ও আগুন লেগে ১১ জন প্রাণ হারান। এবার যোগীরাজ্যেও দেখা গেল একই ছবি।

Latest article