প্রতিবেদন : দেশের ২৮ টি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচিত বিধায়কদের ৪৪ শতাংশের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। মামলার ক্ষেত্রে দেশের অন্য রাজ্যগুলিকে টেক্কা দিয়েছে বাম শাসিত কেরল (Kerala MLA)। পিনারাই বিজয়নের রাজ্যের ১৩৫ জন বিধায়কের মধ্যে ৯৫ জন বা ৭০ শতাংশের বিরুদ্ধে রয়েছে বিভিন্ন ফৌজদারি মামলা। শনিবার এই বিস্ফোরক তথ্য সামনে এনেছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস।
আরও পড়ুন- চন্দ্রযান-৩ মিশনে বীরভূমের ছোঁয়া, গর্বিত রাজ্যবাসী
দেশের ২৮টি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট বিধায়ক ৪০৩৩ জন। ওই বিধায়কদের (Kerala MLA) মধ্যে ৪০০১ একজন ভোটে দাঁড়ানোর সময় নির্বাচন কমিশনের কাছে যে হলফনামা দিয়েছেন তার ভিত্তিতেই এই রিপোর্ট তৈরি করেছে এডিআর। ওই রিপোর্টে বলা হয়েছে, ৪০০১ জন বিধায়কের মধ্যে ১৭৭৭ জন বা ৪৪ শতাংশের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। ওই ১১৭৭ জনের মধ্যে ১১৩৬ জন বা ২৮ শতাংশের বিরুদ্ধে রয়েছে গুরুতর মামলা। যার মধ্যে রয়েছে খুন, খুনের চেষ্টা, অপহরণের মতো জঘন্য অপরাধ। বিধায়কদের বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকার নিরিখে কেরলের পরে রয়েছে যথাক্রমে বিহার, দিল্লি, মহারাষ্ট্র, তেলেঙ্গানা ও তামিলনাড়ু। সংশ্লিষ্ট রাজ্যগুলিতে যথাক্রমে ৬৭, ৬৩, ৬২, ৬১ ও ৬০ শতাংশ বিধায়কের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। তবে অতিগুরুতর অপরাধে মামলা চলার ক্ষেত্রে এগিয়ে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দিল্লি। রাজধানীর ৭০ জন বিধায়কের মধ্যে ৩৭ জন অর্থাৎ ৫৩ শতাংশের বিরুদ্ধে গুরুতর ধারায় মামলা ঝুলে আছে। ওই রিপোর্ট থেকে জানা গিয়েছে, ৪৭ জন বিধায়কের বিরুদ্ধে খুনের মামলা চলছে। খুনের অভিযোগে মামলা চলছে ১৮১ জনের বিরুদ্ধে। মহিলাদের বিরুদ্ধে অপরাধের মামলা রয়েছে ১১৪ জন বিধায়কের বিরুদ্ধে।