মনোনয়ন প্রত্যাহার বিজেপির ‘ডামি’ প্রার্থীর, বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থীরা

বাংলা থেকে সংসদ ভবনের উচ্চকক্ষে মোট ১৬টি আসন আছে। তার মধ্যে ছ’টি আসনের মেয়াদ ফুরিয়ে যাচ্ছে ১৮ অগস্ট

Must read

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার (Rajyasabha) সাংসদ হতে চলেছেন দোলা সেন, ডেরেক ও’ব্রায়েন সহ তৃণমূলের প্রার্থীরা (TMC candidate)। কোনওরকম সমস্যার জেরে বা অন্য কোনও কারণে যদি অনন্ত মহারাজের নাম বাতিল হয়ে যায়, তাই আগে থেকেই বিজেপির তরফে তৈরি ছিল ‘ডামি’ প্রার্থী। রাজ্য বিজেপির সহসভাপতি রথীন্দ্র বসুকে ‘ডামি’ প্রার্থী বানিয়ে মনোনয়ন জমা করিয়েছিল বিজেপি।

আরও পড়ুন-চন্দ্রযান-৩ মিশনে বীরভূমের ছোঁয়া, গর্বিত রাজ্যবাসী

আজ সেই মনোনয়ন প্রত্যাহার করে নিলেন বিজেপির ‘ডামি’ প্রার্থী রথীন্দ্র। তিনি আজ দুপুর একটা নাগাদ মনোনয়ন প্রত্যাহার করে নিলেন । এর ফলে রাজ্যসভার নির্বাচনে ভোটের আর প্রয়োজন পড়বে না । বিনা লড়াইয়ে সংসদের উচ্চকক্ষে তৃণমূলের ছয় প্রার্থী দোলা সেন, ডেরেক ও’ব্রায়েন, সুখেন্দুশেখর রায়, সামিরুল ইসলাম, প্রকাশ চিক বরাইক, সাকেত গোখলে পৌঁছে যাচ্ছেন।

আরও পড়ুন-প্রথম টেস্ট সেঞ্চুরি বাবা-মাকে উৎসর্গ করলেন যশস্বী

প্রসঙ্গত উপনির্বাচন হচ্ছে সাকেত গোখলের আসনটিতে। লুইজিনহো ফেলেইরো সাংসদ পদের মেয়াদ শেষ হওয়ার আগেই ইস্তফা দিয়েছেন, তাই আসনটিতে তৃণমূল সাকেত গোখলকে প্রার্থী করেছে। রাজ্যসভা উপনির্বাচনের আসনেও গোখলে বিনা লড়াইয়ে জিতছেন। বাংলা থেকে সংসদ ভবনের উচ্চকক্ষে মোট ১৬টি আসন আছে। তার মধ্যে ছ’টি আসনের মেয়াদ ফুরিয়ে যাচ্ছে ১৮ অগস্ট। আর একটিতে উপনির্বাচন।

Latest article