৭২ ঘণ্টায় ঝড় ও বৃষ্টির পূর্বাভাস রাজ্য জুড়ে

Must read

প্রতিবেদন : আগামী ৭২ ঘণ্টায় রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির (Rainfall) পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের কথা জানাচ্ছে আবহাওয়া দফতর। ফলে সতর্ক থাকতে বলা হচ্ছে রাজ্যবাসীকে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। যার জেরে ভরা বসন্তেও রাজ্য জুড়ে খামখেয়ালি আবহাওয়া। মেঘলা আকাশের সঙ্গে কখনও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত (Rainfall), কখনও গুমোট গরমে হাঁসফাঁস অবস্থা। কখনও আবার পলকে নেমে যাচ্ছে পারদ, কখনও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভিজছে কলকাতা-সহ দক্ষিণের বিভিন্ন জেলা। শনিবার হাওয়া দফতরের পূর্বাভাস মতো সকাল থেকেই দক্ষিণের সব ক’টি জেলাতেই কমবেশি হালকা ও মাঝারি বৃষ্টি হয়েছে। কলকাতার আকাশ আংশিক মেঘলা। বিকেলের পর থেকেই শহরে শুরু হয়েছে মাঝারি বৃষ্টিপাত, দোসর ঝোড়ো হাওয়া। শহরতলির বিভিন্ন অংশও বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে। উপকূলীয় জেলাগুলিতে তুলনামূলকভাবে বেশি ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরের কিছু জেলাতেও বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে মৌসম ভবনের তরফে। শনিবার কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২১ থেকে ২৯ ডিগ্রির মধ্যে।

আরও পড়ুন-কাল মহেশতলায় জলপ্রকল্পের উদ্বোধন করবেন অভিষেক

Latest article