পর্যটন মানচিত্রে উত্তরের ৭৫ ডেস্টিনেশন

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য সহ বিভিন্ন পর্যটন (Tourism) কেন্দ্রগুলো দেশ ও বিদেশের মানুষের কাছে তুলে ধরার জন্য উদ্যোগ নেওয়া হল। পদক্ষেপ নিল ইস্টার্ন ইন্ডিয়া হোটেলিয়ার্স অ্যান্ড ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন। তিস্তা থেকে তেজপুর পর্যন্ত এলাকার মধ্যে ৭০-৭৫টি জায়গা তাঁরা পর্যটনের জন্য তাঁরা গড়ে তুলবেন বা পর্যটন (Tourism Map) মানচিত্রে আনবেন। এর মধ্যে পশ্চিমবঙ্গ, অসম, বাংলাদেশের উত্তরের কিছুটা অংশ এবং ভুটানের দক্ষিণ অংশ মিলে তারা এই মিশন নিয়েছেন।

আরও পড়ুন: কেন্দ্রীয় এজেন্সির নিরপেক্ষতার দাবিতে পথে নামল তৃণমূল

কোভিড পরবর্তী সময়ে পর্যটনের মরশুমে পর্যটকদের ঢ্ল নামছে বিভিন্ন পর্যটন এলাকায়। কিন্তু সবই নির্দিষ্ট কিছু এলাকার মধ্যেই সীমাবদ্ধ থাকছে। তাই পর্যটকদের নতুন জায়গার সঙ্গে পরিচিত করাতে এবং পর্যটনকে আন্তর্জাতিক মানচিত্রে জায়গা করতে তারা এই চেষ্টা চালিয়ে যাবেন। এতে পর্যটন ব্যবসার প্রসারের পাশাপাশি প্রচুর মানুষ তাদের রুজিরুটির সংস্থান খুঁজে পাবেন। এই সংগঠন পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত সমস্ত ব্যবসায়ীদের সংগঠন। পর্যটন ব্যবসায়ী রাজ বসু বলেন, তিস্তা থেকে তেজপুর এক সুঁতোয় বাঁধা গেলে পর্যটন শিল্প আরও চাঙ্গা হয়ে উঠবে।

Latest article