বীরভূমের দুই শিক্ষক পেলেন শিক্ষারত্ন

Must read

সংবাদদাতা, রামপুরহাট : জেলাশাসক বিধান রায়ের হাত থেকে শিক্ষারত্ন পুরস্কার পেলেন জেলার দুই শিক্ষক। বীরভূমের (Birbhum- Shiksha Ratna Award) দুবরাজপুরে আরবিএসডি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক নীলমাধব নাগ এবং পাইকরের দাঁতুড়া প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক আনসারুল হক শিক্ষকদিবসে শিক্ষারত্ন পেলেন। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক জানান, এই দু’জন শিক্ষকের (Birbhum- Shiksha Ratna Award) মধ‍্যে আনসারুল হক লকডাউনের সময় প্রাথমিক শিক্ষা সংসদের পাড়ায় শিক্ষালয় প্রকল্প খুবই আন্তরিক ভাবে সফল করে তোলেন। নীলমাধব নাগ নিজস্ব লেখনী এবং উদ্ভাবনী ক্ষমতার মাধ‍্যমে পড়ুয়াদের সঠিক লক্ষ্যে এগিয়ে নিয়ে গিয়েছেন। জানা গিয়েছে, নব্বই সালে বাংলা শিক্ষক হিসেবে দুবরাজপুর আরবিএসডি উচ্চ বিদ‍্যালয়ে যোগ দেন নীলমাধব নাগ। সহকারী শিক্ষক হিসেবে কাজ শুরু করে দুইবছর স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে দায়িত্ব সামলান। বীরভূমের আঞ্চলিক ভাষা নিয়ে গবেষণামূলক অভিধান তৈরি তাঁর অন‍্যতম কৃতিত্ব। পাশাপাশি, লকডাউনের সময় স্কুলছুটদের ফের স্কুল অঙ্গনে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ’৯৭ সালে হিয়াতনগরে প্রাথমিক বিদ‍্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন তিনি।

আরও পড়ুন: কেন্দ্রীয় এজেন্সির নিরপেক্ষতার দাবিতে পথে নামল তৃণমূল

Latest article