ভূমিকম্পে নেপালে মৃত ৮

Must read

প্রতিবেদন : জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল (Earthquake Hits Nepal)। তার রেশ এসে পড়ল দিল্লি, উত্তরাখণ্ড, হরিয়ানা, পাঞ্জাব-সহ উত্তর ভারতের বিভিন্ন জায়গায়। বুধবার ভোরেও এই কম্পন অনুভূত হয়েছে। ইতিমধ্যে নেপালে (Earthquake Hits Nepal) ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান। নেপালে উদ্ধার জাজে নামানো হয়েছে সেনা। ভূমিকম্পের জেরে উত্তর ভারতে কয়েকটি বাড়িতে ফাটল ধরলেও হতাহতের কোনও খবর নেই। ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার রাত ১ টা ৫৭ মিনিটে নেপালে তীব্র ভূকম্পন হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল। মঙ্গলবার রাত থেকেই কমপক্ষে চারবার কেঁপে উঠেছে হিমালয়ের কোলে অবস্থিত নেপাল। মঙ্গলবার রাত ন’টা নাগাদ নেপালে জোড়া ভূমিকম্প হয়। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৪.৯। দ্বিতীয়টির মাত্রা ছিল ৩.৫। তারপর রাতে জোরালো কম্পন অনুভূত হয়। রাত ৩ টে ১৫ মিনিটে আরও একবার কেঁপে ওঠে নেপাল।

আরও পড়ুন-ত্রিপুরায় বিজেপি জোটে ফের ভাঙন, ইস্তফা দিলেন আরও এক বিধায়ক

Latest article