রাস্তা মেরামতির জন্য বিধাননগরকে ৮০ কোটি

জানানো হয়েছে, কাজ শুরুর পর বরাদ্দ অর্থের ৫০ শতাংশ টাকা প্রথম ধাপে দেওয়া হবে।

Must read

প্রতিবেদন : রাস্তা মেরামতি এবং নিকাশি সংক্রান্ত কাজের জন্য বিধাননগর পুরনিগমকে ৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে রাস্তা সংস্কার করার জন্য ৩০ কোটি টাকা দেওয়া হয়েছে এবং শহরের নিকাশি ব্যবস্থার উন্নয়নে আরও ১০ কোটি টাকা দেওয়া হয়েছে বলে পুর ও নগরোন্নয়ন দফতর সূত্রে জানা গিয়েছে। একই সঙ্গে বিধাননগর পুরনিগমকে দ্রুত কাজ শুরুর জন্য টেন্ডার ডাকার নির্দেশ দিয়েছে পুর ও নগরোন্নয়ন দফতর।

আরও পড়ুন-মেসিকে কাপ জেতানোর অভিযোগ ভ্যান গলের

জানানো হয়েছে, কাজ শুরুর পর বরাদ্দ অর্থের ৫০ শতাংশ টাকা প্রথম ধাপে দেওয়া হবে। বাকি টাকা দেওয়া হবে কাজ শেষ হওয়ার পরে। সল্টলেকের বহু মানুষের কাছ থেকে নিকাশি এবং রাস্তার বেহাল অবস্থা নিয়ে নিয়মিত অভিযোগ আসে বিধাননগর পুরনিগমে। বাস রাস্তাগুলি ছাড়া শহরের ভিতরের অংশের অধিকাংশ রাস্তার হাল বর্তমানে খুবই খারাপ অবস্থায় রয়েছে। বিভাগীয় মন্ত্রীর কাছে এ সংক্রান্ত একাধিক অভিযোগ জমা পড়েছে। আর তাই পুজোর আগে ওই সব রাস্তা সংস্কারের কাজে ৪০ কোটি টাকা বরাদ্দ করেছে দফতর। সেই টাকা মেলার ইঙ্গিত পেয়েই তৎপর হয়েছে বিধাননগর পুরনিগম। পুর এলাকার রাস্তা ও নিকাশি কাজের জন্য টেন্ডার ডাকার প্রস্তুতি শুরু করেছে পুরনিগম। দুর্গাপুজোর আগে বেহাল রাস্তা মেরামতের কাজ শেষ হবে বলে তাঁরা জানিয়েছেন।

Latest article