উপাচার্যর বিরুদ্ধে অভিযোগ করায়, নোটিশ অধ্যাপককে

বাঙালির বিরুদ্ধে কুমন্তব্য করায় উপাচার্যের বিরুদ্ধে অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য ৩১ অগাস্ট শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেন।

Must read

সংবাদদাতা, শান্তিনিকেতন : বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর প্রতিহিংসামূলক কাজকর্মের আর এক নমুনা এবার পেশ করলেন। তাঁর বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করায়, সেই অধ্যাপককে কারণ দর্শানোর নোটিশ ধরাল বিশ্বভারতী। ৪ সেপ্টেম্বর নোটিশ পাঠিয়ে ভারপ্রাপ্ত কর্মসচিব বলেন যে, অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে একটি ভিত্তিহীন, মিথ্যা ও বিভ্রান্তিকর অভিযোগ থানায় করেছেন ছাত্রছাত্রী, সহকর্মী, বিশ্বভারতী পরিসর এবং আপামর জনসাধারণকে উত্তেজিত করার জন্য। এই আচরণ বিশ্ববিদ্যালয়ের বিধিবদ্ধ নিয়ম, নির্দেশ বা সিদ্ধান্তের পরিপন্থী। এই নোটিশে জানতে চাওয়া হয়েছে, কেন ওই অধ্যাপকের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের ব্যবস্থা নেওয়া হবে না। তিনদিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে অধ্যাপকের কাছ থেকে।

আরও পড়ুন-রাস্তা মেরামতির জন্য বিধাননগরকে ৮০ কোটি

বাঙালির বিরুদ্ধে কুমন্তব্য করায় উপাচার্যের বিরুদ্ধে অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য ৩১ অগাস্ট শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেন। উপাচার্য বাঙালিকে ‘ভণ্ড’, ‘বাঙালির কাঁকড়াবৃত্তি’ ইত্যাদি বিশেষণে অপমান করে চলেছেন বলে দাবি করেন সুদীপ্ত। এ ব্যাপারে বিশ্বভারতীর অধ্যাপক সংগঠনের সম্পাদক অধ্যাপক কৌশিক ভট্টাচার্য বলেন, এটা বেআইনি পদক্ষেপ। কাউকে চাপ দিয়ে অভিযোগ তোলার জন্য হুমকির শামিল। সুদীপবাবু জানান, তিনি যথাসময়েই এর উত্তর দিয়ে দেবেন।

Latest article