মেসিকে কাপ জেতানোর অভিযোগ ভ্যান গলের

গত কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের মধ্যে ম্যাচ এখনও মুছে যায়নি ফুটবলপ্রেমীদের স্মৃতি থেকে।

Must read

আমস্টারডাম, ৫ সেপ্টেম্বর : গত কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের মধ্যে ম্যাচ এখনও মুছে যায়নি ফুটবলপ্রেমীদের স্মৃতি থেকে। উত্তেজক ম্যাচ এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল যে রেফারিকে কার্ড দেখাতে হয়েছিল ১৮ বার। সেই ম্যাচে শান্ত মেজাজের লিওনেল মেসির অন্য রূপ দেখেছিল বিশ্ব। গোলের পর ডাচ কোচ লুইস ভ্যান গলের উদ্দেশে দুই কানে হাত দিয়ে মেসির সেলিব্রেশন ভাইরাল হয়। এতদিন পর সেই বিতর্কে ঘি ঢাললেন ভ্যান গল। তাঁর চাঞ্চল্যকর অভিযোগ, নেদারল্যান্ডসের বিরুদ্ধে আর্জেন্টিনার ম্যাচটি পূর্বপরিকল্পিত ছিল। মেসিকে বিশ্বকাপ জেতাতেই এমনটা করা হয়েছিল।

আরও পড়ুন-এশিয়া কাপে রবিবার ফের ভারত-পাকিস্তান

কাতারে সেই ম্যাচের পর মেসি জানিয়েছিলেন, ভ্যান গলের কথায় অপমানিত হয়েই দুই কানে হাত দিয়ে গোল উদযাপন করেছিলেন। আর ম্যাচের পরও ভ্যান গল ও তাঁর সহকারীদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। এক সাক্ষাৎকারে ভ্যান গল বলেছেন, ‘‘আমি এটা নিয়ে বেশি কিছু বলতে চাই না। আপনারা যখন দেখবেন কীভাবে আর্জেন্টিনা গোলগুলো করেছিল এবং আমরা সেদিন গোলগুলো করেছিলাম, তাহলে বুঝতে পারবেন সব কিছু। ওদের কিছু খেলোয়াড় সীমা অতিক্রম করেছিল। এরপরও ওদের কোনও শাস্তি হয়নি। ফলে আমার মনে হয়েছে, সম্পূর্ণ পূর্বপরিকল্পিত ম্যাচ ছিল। মেসিকে কি বিশ্ব চ্যাম্পিয়ন হতেই হত? আমি বলব হ্যাঁ।’’

Latest article