এশিয়া কাপে রবিবার ফের ভারত-পাকিস্তান

আর রবিবার (১০ সেপ্টেম্বর) চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়েই সুপার ফোর অভিযান শুরু করবেন রোহিত শর্মারা।

Must read

ক্যান্ডি, ৫ সেপ্টেম্বর : এশিয়া কাপের সুপার ফোর-এ জায়গা করে নিয়েছে ভারত। আর রবিবার (১০ সেপ্টেম্বর) চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়েই সুপার ফোর অভিযান শুরু করবেন রোহিত শর্মারা। গ্রুপ লিগের ভারত-পাক ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল। তাই রবিবারের ম্যাচে দিকে নজর থাকবে গোটা ক্রিকেট দুনিয়ার।

আরও পড়ুন-টিটিতে চমক অরূপের

সুপার ফোর-এ ভারতের পরের ম্যাচ ১২ সেপ্টেম্বর। সেদিন ‘বি’ গ্রুপের শীর্ষে থাকা দলের মুখোমুখি হবেন রোহিতরা। প্রসঙ্গত, ‘বি’ গ্রুপের দু’টি দল এখনও নিশ্চিত হয়নি। তবে যা পরিস্থিতি, তাতে ওই গ্রুপ থেকে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের সুপার ফোর-এ ওঠার সম্ভাবনা বেশি। শ্রীলঙ্কা যদি মঙ্গলবার আফগানিস্তানকে হারায়, তাহলে ১২ সেপ্টেম্বর ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আর ১৫ সেপ্টেম্বর বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামবেন রোহিতরা। প্রতিকূল অবহাওয়ার জন্য সুপার ফোর-এর ম্যাচ কলম্বো থেকে হাম্বানটোটায় সরিয়ে আনার কথা উঠেছিল। যদিও মঙ্গলবার আয়োজকদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় কলম্বোতেই ম্যাচ হবে।

আরও পড়ুন-এশিয়াডে প্রজ্ঞাদের নিয়ে আশায় আনন্দ

এদিকে, নেপালের বিরুদ্ধে ১০ উইকেটে জিতলেও দলের ফিল্ডিং নিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ রোহিত। প্রথম ১০ ওভারেই মধ্যেই তিন-তিনটি ক্যাচ মিস করেছিলেন ভারতীয়রা। রোহিত কোনও রাখঢাক না করেই বলছেন, আমরা সুপার ফোর-এ উঠেছি। কিন্তু ওখানে এমন খেললে চলবে না। আমাদের ফিল্ডিং সাধারণ মানের থেকেও খারাপ হয়েছে। এমন খেললে বিশ্বকাপেও ভাল কিছু আশা কম। আমাদের কিছু জায়গায় উন্নতি করতেই হবে।

আরও পড়ুন-শিশু সুরক্ষায় অনলাইনে নজরদারি

ভারত অধিনায়ক আরও বলেন, বিশ্বকাপের দল কী পরিস্থিতিতে, সেটা এশিয়া কাপে দেখে নিতে চাই। দুটো ম্যাচ তার জন্য যথেষ্ট নয়। আগের ম্যাচে ব্যাটিং করার সুযোগ পেয়েছিলাম। এই ম্যাচে বোলিং। সেভাবে দেখতে গেলে একটাই ম্যাচ আমরা খেলেছি। পাকিস্তান ম্যাচে আমাদের টপ অর্ডার ব্যর্থ হয়েছিল। পরে ঈশান ও হার্দিক পরিস্থিতি সামলে নেয়। নেপাল ম্যাচে বোলাররা খারাপ বল করেনি। আবার ভালও বলতে পারছি না।

Latest article