দিল্লিতে ওমিক্রনের ৯ উপ-প্রজাতির হদিশ!

এই নয় উপ-প্রজাতি দিল্লিতে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে। চিকিৎসক মহল মনে করছেন, দিল্লিতে সংক্রমণ বৃদ্ধির জন্য ওমিক্রন-ই দায়ী।

Must read

প্রতিবেদন : দিল্লিতে করোনার সংক্রমণ ক্রমশই উদ্বেগজনক হয়ে উঠছে। বুধবার রাজধানীতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছুঁয়েছিল। বৃহস্পতিবার করোনায় দিল্লিতে একজন প্রাণ হারিয়েছেন। তবে সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় হল, দিল্লিতে জিনোম সিকোয়েন্সিংয়ে ওমিক্রন প্রজাতির নয়টি উপ-প্রজাতির সন্ধান মিলেছে।

আরও পড়ুন-মানবাধিকারের নামেই গাত্রদাহ? শাহের মন্তব্যে নিন্দা

এই নয় উপ-প্রজাতি দিল্লিতে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে। চিকিৎসক মহল মনে করছেন, দিল্লিতে সংক্রমণ বৃদ্ধির জন্য ওমিক্রন-ই দায়ী। চলতি সপ্তাহের প্রথম দিন দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছিলেন ৫০১ জন। কিন্তু বুধবার আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে যায়। প্রাণঘাতী ভাইরাসকে ঠেকাতে দিল্লিতে নতুন করে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক হয়েছে। বিনা মাস্কে জরিমানা আদায়ের নিয়মও ফের চালু হয়েছে। আক্রান্তদের নমুনার জিনোম সিকোয়েন্সিং করাতে গিয়ে দেখা গিয়েছে, আক্রান্তদের শরীরে করোনার নতুন প্রজাতি ওমিক্রনের নয়টি উপ-প্রজাতি বাসা বেঁধেছে। আক্রান্তদের শরীরে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বিএ-২ এবং ১২.১ নামক উপ-প্রজাতি।

Latest article