বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার : কেন্দ্রীয় সরকারের কৃষিনীতি নিয়ে এমনিতেই গোটা দেশে কৃষকেরা ক্ষুব্ধ, আন্দোলনে রত। ফের কৃষক বঞ্চনার নিদর্শন তৈরি করল কেন্দ্র। রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধানবিক্রির সহায়কমূল্য বাড়িয়ে কৃষকদের পাশে দাঁড়াচ্ছেন, সেখানে পাটবিক্রির মূল্য নির্ধারণে কৃষকবিরোধী নীতি গ্রহণ করল কেন্দ্রের বিজেপি সরকার। জুট কর্পোরেশন নির্ধারিত মূল্যের বিরুদ্ধে সরব হয়েছেন পাটচাষীরা। তাঁরা কেন্দ্র সরকার নির্ধারিত দামে পাট বিক্রি করতে নারাজ। এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ার ডাক দিয়েছেন পাটচাষীরা। এমনিতেই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, গ্যাসের দামবৃদ্ধির কারণে ইতিমধ্যে কোণঠাসা কেন্দ্র, তার সঙ্গে যোগ হল পাটচাষীদের আর্থিক প্রতিবন্ধকতার কারণও।
আরও পড়ুন : জামদানি তৈরি করে পদ্মশ্রী
মাত্র এক সপ্তাহ আগে যে পাটের মূল্য ছিল ৭৫০০ টাকা কুইন্টাল, সেখানে বর্তমানে কেন্দ্রের নির্ধারিতমূল্য মাত্র ৬৫০০ টাকা। তাই পাটবিক্রি করতে গিয়ে লোকসানের মুখে পড়তে হচ্ছে প্রান্তিক কৃষকদের। আসাম সংলগ্ন আলিপুরদুয়ারের বারবিশা হাটে সোমবার দিন প্রচুর পাটের আমদানি হলেও এক কেজি পাটও বিক্রি করতে পারেননি কৃষকেরা। কারণ সরকার-নির্ধারিত দামের বেশি দিয়ে ব্যবসায়ীরা পাট কিনতে চাইছে না। গাড়িভাড়া দিয়ে হাটে পাট এনে, আবার গাড়ি ভাড়া করে বাড়িতে ফিরিয়ে নিয়ে গিয়েছেন পাটচাষীরা। কেন্দ্রীয় নীতির ফলে বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছেন তাঁরা। কেন্দ্রীয় সরকারের এই ভ্রান্ত নীতির বিরুদ্ধে তাঁরা আন্দোলনে নামতে চলেছেন।