মুম্বই, ১৬ নভেম্বর : আইপিএল নিলামে এবার ডেভিড ওয়ার্নারকে নিয়ে টানাটানি হবে। বিশেষ করে দুই নতুন ফ্র্যাঞ্চাইজি অস্ট্রেলীয় ওপেনারকে নেওয়ার জন্য চেষ্টা করবে বলে মনে করেন সুনীল গাভাসকর।
সানরাইজার্স হায়দরাবাদ ওয়ার্নারকে আর দলে রাখবে বলে মনে করেন না গাভাসকর। সেক্ষেত্রে বাঁ হাতি ওপেনারকে অন্য দল খুঁজে নিতে হবে। গত আইপিএলে সানরাইজার্স ওয়ার্নারকে শুধু দল থেকে বাদ দেয়নি, তাঁকে হোটেলে রেখে মাঠে দল নামিয়ে বুঝিয়ে দিয়েছে তোমাকে আর দরকার নেই। কিন্তু সেই ওয়ার্নার টি-২০ বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা হয়ে বুঝিয়ে দেন, তাঁর মতো তারকাকে এভাবে মুছে ফেলা যায় না। একটি সর্বভারতীয় মিডিয়া হাউসকে এই নিয়ে গাভাসকর বলেন, সানরাইজার্সের সেটা খুব কঠিন সিদ্ধান্ত ছিল। তাঁর মতো তারকাকে হোটেলে রেখে অতি সাধারণ প্লেয়ারদের নিয়ে মাঠে যাওয়া খুবই কঠোর সিদ্ধান্ত ছিল। শুধু ফর্মের জন্য এমন হয়েছিল বলে মনে করেন না গাভাসকর।
আরও পড়ুন : হাওড়ায় ডেঙ্গি রুখতে সেল
তবে ডাকাবুকো অস্ট্রেলীয়র প্রশংসা করে গাভাসকর বলেছেন, ওয়ার্নার কিন্তু পিছনে তাকাননি। বরং নিজেকে বলেছেন, যা হওয়ার হয়ে গেছে। তবে ভবিষ্যৎ কিন্তু আমার হাতে। প্রসঙ্গত, বিশ্বকাপে সাত ম্যাচে ২৮৯ রান করে ওয়ার্নার বুঝিয়ে দিয়েছেন, সানরাইজার্স তাঁর সম্পর্কে ভুল মূল্যায়ন করেছে। এমনকী অস্ট্রেলীয় দলের অধিনায়ক ফিঞ্চও বলেছেন, খোঁচা দিলে ওয়ার্নার কী হয়, সেটা বুঝিয়ে দিয়েছে! এরপরই তিনি সানরাইজার্সের দিকে আঙুল তুলে বলেছেন, মাত্র দুই সপ্তাহের ব্যর্থতা দেখে এত বড় ক্রিকেটারের বিচার হয় না।
এদিকে, গাভাসকর জানিয়েছেন, ওয়ার্নারকে যে আইপিএল দল নিতে চাইবে, তাতে তিনি নিশ্চিত। এই ফরম্যাট ওয়ার্নারের জন্য। মাঠে এখনও সমান এনার্জি নিয়ে নামেন তিনি। এবং মাথায় রাখতে হবে যে, এবার দুটি নতুন দল আইপিএলে আসছে।