রেশন দ্রুত পৌঁছে যাবে মানুষের দুয়ারে : মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

প্রতিবেদন : নির্বাচনী প্রতিশ্রুতি মতোই ‘দুয়ারে রেশন’ পৌঁছে যাবে উপভোক্তাদের কাছে। এমনটাই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন : নিলামে ওয়ার্নারকে নিয়ে টানাটানি হবে

তিনি বলেন , “রাজ্যবাসীর খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করতে মা-মাটি-মানুষের সরকার অঙ্গীকারবদ্ধ। নির্বাচনী প্রতিশ্রুতি মতোই খাদ্যসাথী প্রকল্পকে উপভোক্তাদের কাছে পৌঁছে দিতে ‘দুয়ারে রেশন’ প্রকল্পের শুভ উদ্বোধন হল আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত রেশন ডিলাররা নির্দিষ্ট দিনে তাঁদের এক্তিয়ারে থাকা সমস্ত উপভোক্তাদের পাড়ায় পাড়ায় ৫০০ মিটারের মধ্যে গাড়ি নিয়ে গিয়ে রেশন সামগ্রী পৌঁছে দেবেন। এর ফলস্বরূপ রাজ্যের ২০,০০০ রেশন ডিলারের মাধ্যমে ১০ কোটিরও বেশি মানুষ উপকৃত হবেন। ‘দুয়ারে রেশন’-এর পাশাপাশি হোয়াটসঅ্যাপ চ্যাটবট, রেশন কার্ডের আন্তঃরাজ্য বহনযোগ্যতা ও ‘খাদ্যসাথী – আমার রেশন’ নামক একটি মোবাইল অ্যাপও চালু করা হল। এই প্রকল্প বাস্তবায়িত করতে যাঁরা অক্লান্ত পরিশ্রম করেছেন তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। “

Latest article